২১ জুন রবিবার বালিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা) হাওড়া জেলার উদ্যোগে ব্লাড মেটস, শ্রমজীবী হাসপাতাল এবং বালি অ্যাথলেটিক ক্লাবের সহযোগিতায় বালি অ্যাথলেটিক ক্লাবে সংগঠিত হয় একটি রক্তদান শিবির। শিবিরের আগের দিন থেকে সংঘ পরিবার থেকে বালি জুড়ে একটা মেসেজ হোয়াটস অ্যাপে ছড়িয়ে দেওয়া হয় যে বলয় গ্রাস সূর্য গ্রহণে রক্ত দিলে নাকি করোনা হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের পক্ষ থেকেও পাল্টা প্রচার চালানো হয় এই মতকে কাউন্টার করে। তুলে ধরা হয় গ্রহণ সংক্রান্ত বৈজ্ঞানিক তথ্যকে। শিবিরের দিন সকাল থেকেই তুমুল বৃষ্টি এবং সংঘ পরিবারের এই অপপ্রচার সত্ত্বেও ৪২ জন মানুষ রক্তদান করলেন সফলভাবে। যার একটা বড়ো অংশই তরুণ প্রজন্ম। এই শিবিরে উপস্থিত ছিলেন আইসা এবং সিপিআই(এমএল)-এর জেলা নেতৃত্ব।