১৩ জুন, ২০২০, বিকাল ৫টায়, উত্তর ২৪ পরগণার বারাসাত কলোনী মোড়ে AIPF ও APDR এর উদ্যোগে আমেরিকায় বর্ণ বৈষ্যেমের শিকার জর্জ ফ্লয়েড এর হত্যাকান্ড ও বর্ণ বৈষ্যেমের বিরুদ্ধে আমেরিকার জনগনের লড়াইয়ের সমর্থনে সংহতি জানাতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। বর্ণ বৈষয়মের বিরুদ্ধে এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় বন্ধু মোদী-অমিত শাহ জুটির ফ্যাস্টিস রেজিমের বিরুদ্ধে, মোদী সরকারের দলিত হত্যা ও সাম্প্রদায়িক ঘৃণার রাজনীতির বিরুদ্ধে এবং অপরিকল্পিত লকডাউনের জন্য পরিযায়ী শ্রমিকদের বিপদের মুখে ফেলে দেওয়ার অবিমিশ্রকারী পদক্ষেপ, বহু শ্রমিকের পথদুর্ঘটনায় অকাল মৃত্যুর দায়ে অভিযুক্ত মোদি সরকারের কাছে দাবি পরিযায়ী শ্রমিকদের জন্য উপযুক্ত রেশন এবং প্রতিমাসে নগদে ১০,০০০ টাকা প্রদান করতে হবে, এছাড়াও বর্তমান পরিস্থিতিতে সুধা ভরদ্বাজ, আনন্দ তেলতুমবে, গৌতম নওলখা, কবি ভার ভারা রাও সহ সকল বন্দীদের মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হলো বারাসাত কলোনী মোড়। প্রতিবাদ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন AIPF এর পক্ষে কমরেড সুজিত ঘোষ। তিনি তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আমেরিকায় যে ভাবে বর্ণ বৈষয়মের শিকার জর্জ ফ্লয়েড এর উপর পাশবিক অত্যাচারকে সংগঠিত করেছে সেদেশের পুলিশ, গোটা বিশ্বের মানুষ সেই ঘটনার ভিডিও দেখে স্তম্ভিত, ব্যথিত; এজাতীয় অমানবিক ঘটনার নিন্দা জানবার আমাদের কোনো ভাষা নেই।
আজ গোটা আমেরিকা ও ইউরোপের দেশে দেশে বর্ণ বৈষয়ম্যবাদের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ জানিয়ে পথে নেমেছেন, উত্তাল গণ বিক্ষোভে হাজারে হাজারে মানুষ অংশগ্রহণ করছেন, সে দেশের নাগরিকদের বিক্ষোভ আন্দোলনকে সংহতি জানাই।” তিনি আরো বলেন, “সাথে সাথে আমাদের দেশেও যেভাবে দলিত মানুষকে হত্যা করা হচ্ছে, তাঁদের জল জমি থেকে উৎখাত করা হচ্ছে, গোটা দেশ জুড়ে লকডাউনের সুযোগকে কাজে লাগিয়ে কেন্দ্র সরকার একের পর এক শ্রমিক কৃষক স্বার্থ বিরোধী আইন লাগু করছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। দাবি জানাই অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধনের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।” সমগ্র সভাটি পরিচালনা করেন এপিডিআর বারাসাত শাখার পক্ষে বাপ্পা। এই প্রতিবাদ সভা স্থানীয় মানুষ জনকে যথেষ্ট উৎসুক করে তোলে।