লকডাউনের অজুহাতে শ্রম আইনকে লঙ্ঘন করে শ্রম ঘণ্টাকে ১২ ঘণ্টা করা, আমফানকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা -- একহাজার কোটি টাকার ভিক্ষা নয়, উপযুক্ত আর্থিক প্যাকেজ ঘোষণা এবং পুনর্বাসনের দাবিতে, এবং রাজ্য জুড়ে চলা রেশন দুর্নীতি এবং ত্রাণ দুর্নীতির বিরুদ্ধে ২৮ মে শিলিগুড়ির সুভাষপল্লী মোড়ে বাম দলগুলোর আহ্বানে অভিজিৎ মজুমদার, পুলক গাঙ্গুলী, সিপিআই(এম)-এর অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, আরএসপি-র তাপস গোস্বামী, বিকাশ সেন রায়, ফরোয়ার্ড ব্লকের রাণা বসু, সিপিআই-এর লক্ষ্মী মাহাতোর নেতৃত্বে বেশ কিছুক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ চলে।