‘দ ম ব ন্ধ হ য়ে আ স ছে আ মা র’ - জর্জ ফ্লয়েড
my

-- আয়িশা নাতাশা শফিক

রাস্তায় ওরা চেপে ধরেছে আমাকে
নড়তে চড়তে পারছি না
আমি শুধু বলতে পারছি
ফিস ফিস করে
“দমবন্ধ হয়ে আসছে আমার”।

বহু লোক আমাকে দেখছিল
ছবি তুলছিল ক্লিক ক্লিক
আমি শুধু বলতে পারছিলাম
ফিস ফিস করে
“দমবন্ধ হয়ে আসছে আমার”।

তবু অফিসার আমার ঘাড়ের ওপর থেকে
তার হাঁটু সরিয়ে নিল না
মাটিতে চেপে ধরা ছিল আমার মুখ,
নাক দিয়ে অঝোরে রক্ত,
আমি শুধু বলতে পারছিলাম
ফিস ফিস করে
“দমবন্ধ হয়ে আসছে আমার”।

কারণ কী ছিল এর?
আমি একটা বাজে চেক জমা দিয়েছিলাম
না আমার জাতির কারণে?
আমি কি বন্ধুতায় বাঁধিনি তোমাদের?
এখন এই শেষ মুহূর্তগুলোয়
অন্য আর কীইবা করতে পারতাম আমি
ফিস ফিস করে বলা ছাড়া
“দমবন্ধ হয়ে আসছে আমার”।

মনে আছে ছ’বছর আগে ভাই এরিক
গলা টিপে মারার মুহূর্তে
তুমি শুধু বলতে পেরেছিলে
“দমবন্ধ হয়ে আসছে আমার”।

আমার গোটা জীবনের জলছবিগুলো
ঝলকে যাচ্ছিল চোখের ওপর দিয়ে
আমার বউ ও মেয়ের কথা মনে পড়ছিল
আর আমি শুধু যা পারছিলাম
ফিস ফিস করে বলতে
“দমবন্ধ হয়ে আসছে আমার”।

স্যার, আমি শুধু একটা বাজে চেক লিখেছি
শুধু সে জন্যই কি? অথবা কালো চামড়া বলে আমার?
আপনাদের এই আধুনিক জগতে স্যার
আমি কখনো ভাবিনি আমার মৃত্যু হবে
কারণ আমার চামড়ার রঙ ছিল কালো
“স্যার, দমবন্ধ হয়ে আসছে আমার”।

মধুরিমা কন্যা আমার,
কী ভীষণ ইচ্ছে করছে তোমাকে দেখার,
দেখতেও পাচ্ছি তোমাকে
কিন্তু দুঃখিত প্রিয় কন্যা আমার
বাবার দম ফুরিয়ে আসছে এ মুহূর্তে।

আমার জীবন নিভে আসছে
ধীরে, অতি ধীরে, কিন্তু নিশ্চিতভাবে,
আর শেষে আমি যা করতে পারতাম
ফিস ফিস করে বলেছি বারবার
“দমবন্ধ হয়ে আসছে আমার”।

দয়া করো, দম নিতে পারছি না আমি
যন্ত্রণা হচ্ছে আমার পেটে
যন্ত্রণা হচ্ছে আমার ঘাড়ে
যন্ত্রণা হচ্ছে সর্বশরীরে
“ওরা আমায় মেরে ফেলছে”।

“স্যার একটু অনুগ্রহ
দমবন্ধ হয়ে আসছে আমার”।

অনুবাদ - তাপস গঙ্গোপাধ্যায়

খণ্ড-27