আধুনিক ধাত্রীবিদ্যার জনক ও স্বাস্থ্যবিজ্ঞানী ফ্লোরেন্স নাইটঙ্গেলের দ্বিশত জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানানো হল গত ৩১ মে বাখরাহাটে। সারাভারত প্রগতিশীল মহিলা সমিতি বিষ্ণুপুর ব্লক-২ কমিটির পরিচালনায় বাখরাহাটের মাখালিয়া গ্রামে ফ্লোরেন্স নাইটঙ্গেলকে স্মরণ করলেন মহিলারা। কর্মসূচীতে এলাকার আশা, অঙ্গনওয়াড়ি কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মহিলা সমিতির ব্লক সম্পাদিকা কমরেড পূর্ণিমা হালদার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ধাত্রীবিদ্যায় ফ্লোরেন্স নাইটেঙ্গেলের অবদান সম্পর্কে আলোকপাত করেন। আশাকর্মীদের মধ্য থেকে দুজন বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পার্টির জেলা কমিটির সদস্য কমরেড দিলীপ পাল ও কমরেড শুভদীপ পাল।