গত ২৭ মে নদীয়া জেলার ধুবুলিয়া ও নাকাশীপাড়া ব্লকে বিক্ষোভ ডেপুটেশন সংগঠিত হয়। আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও ফসলের সরকারী ক্রয় সম্পর্কিত দাবিগুলি তুলে ধরা হয়। এআইকেএম, আয়ারলা সহ বিভিন্ন বাম কৃষক সংগঠনের নেতৃত্ব এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
ঐ দিনই এআইসিসিটিইউ সহ বামপন্থী ট্রেডইউনিয়নগুলির যৌথ কর্মসূচী এই দুটি ব্লকে অনুষ্ঠিত হয়। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের লকডাউন ক্ষতিপূরণের দাবিতে, কাজ থেকে বসিয়ে দেওয়া বা মজুরি কমিয়ে দেওয়ার বিরুদ্ধে দাবিগুলি জানানো হয়। ধুবুলিয়া ব্লকে মহিলা বিড়ি শ্রমিকদের অংশগ্রহণ ছিলো উল্লেখযোগ্য। অনুরূপ কর্মসূচী সংগঠিত হয় নবদ্বীপ ও কৃষ্ণনগর শহরে।