ঊষা গাঙ্গুলি স্মরণে
Usha

প্রয়াত বর্ষীয়ান থিয়েটার ব্যক্তিত্ব ঊষা গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার ভোররাতে চলে গেলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর প্রয়াণ কলকাতা থিয়েটার জগতের ইন্দ্রপতন। কলকাতায় হিন্দি থিয়েটারের স্তম্ভ ছিলেন ঊষা গাঙ্গুলি। ১৯৭৬ সালে প্রতিষ্ঠা করেছিলেন নিজের থিয়েটার দল রঙ্গকর্মী।

মাতৃভাষা হিন্দি হওয়া সত্ত্বেও বাংলা থিয়েটারে অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ঊষা গঙ্গোপাধ্যায়। রুদালি-নাটকের মাধ্যমেই থিয়েটার জগতে নিজের জায়গা পোক্ত করেছিলেন তিনি। মহাশ্বেতা দেবীর লেখা গল্পেই তৈরি করেছিলেন রুদালি। রঙ্গকর্মীর ছায়ায় তারপর একে একে হিম্মত মাঈ, কোর্ট মার্শাল, কাশিনামা-র মতো লোকপ্রিয় নাটক তৈরি করেছেন।

তবে নাটকের পাশাপাশি হিন্দি সাহিত্য নিয়ে প্রভূত পড়াশোনা ছিল তাঁর। ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে শিক্ষকতা করেছেন বহুদিন। ২০০৮ সালে শিক্ষকতা থেকে বিরতি নিয়ে সম্পূর্ণ মনোনিবেশ করেন নাটকে। পরিচালনার জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারেরও ভূষিত হয়েছিলেন ঊষা গঙ্গোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারেের তকফেও তিনবার শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পেয়েছেন তিনি। কিছুদিন আগেই ভাইয়ের মৃত্যুতে শোকস্তব্ধ ছিলেন ঊষা গঙ্গোপাধ্যায়। এদিন তাঁর বাড়ির পরিচারিকা এসে দেখেন মাটিতে পড়ে আছেন তিনি। তাঁর প্রয়াণে নাট্যজগতে শোকের ছায়া।

(লেখাটি ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে নেওয়া হয়েছে।)

খণ্ড-27