পৌরাণিক ধাষ্টামো
pouranik

বানরসেনার নিষ্পত্তি আর
        বায়ুসেনার উৎপত্তি –

দুই মেলালেই বেদ-পুরাণে
অসীম তোমার ব্যুৎপত্তি।
পুষ্পবৃষ্টি? সেও রামায়ণ,
রাম বিনে আর গতি নাই-
উল্টে পাতা, চুলকে মাথা,
নিজেই নিজের পিঠ চাপড়াই!
পিপিই নাই, নিরাপত্তাও,
চাল-ডাল-তেল তাও জোটে না-
লকডাউনে আটক শ্রমিক –
আনচান প্রাণ, কেউ পোঁছে না।
অনটনের মিছিল চলে
দিকবিদিকে চাই চাই চাই...
এমন সময় পুষ্পবৃষ্টি!
প্রাসঙ্গিকে বাজেট নাই!!
সমরসজ্জা? – বাজেট আছে,
        অক্ষৌহিনী প্রাক্কালিক!
স্বাস্থ্য-শিক্ষা-খিদের হিসেব?
ট্যাক্সের টাকা কার পৈতৃক?
রাজা এখন ভোট-সোহাগে
        সবাইকেই মিত্রোঁ ডাকে,
কিন্তু কাউকে তোলে মাথায়,
        কাউকে বা ফেলে পাঁকে।
মন-কি-বাত আর চাপান-উতোর-
কথামালা রাজনৈতিক,
ক্লিশিত যাপনে একা
        করোনাই গণতান্ত্রিক।

খণ্ড-27