হুগলিতে গ্রামীণ গরিব আদিবাসী জনতার বিক্ষোভ
hoog

সাধারণ মানুষের স্বার্থে এর আগেও বিভিন্ন পদক্ষেপ করতে দেখা গেছে ‘আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ’-কে। ৫ বছর ধরে রেশন না পাওয়া গ্রামবাসীরাও সুরাহা পেয়েছেন। এবার রেশন কার্ড দুর্নীতি ও ১০০ দিনের কাজ চালুর দাবিতে হুগলীর জয়হরিপুর গ্রাম থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছে তারা। সংগঠনের নেতা সজল দে বলেন, ‘১০০ দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে। রেশন কার্ড নিয়ে দুর্নীতি বন্ধ করতে হবে। এছাড়াও সমস্ত মানুষের রেশন সুনিশ্চিত করতে গ্রামভিত্তিক কার্ডের তালিকা প্রকাশ করতে হবে। নির্বাচন পরিচয় পত্রের তালিকা যেমন গ্রাম ও বুথভিত্তিক থাকে, তেমনই রেশন কার্ডের তালিকা প্রকাশ করতে হবে। এর ফলে একদিকে যেমন দুর্নীতি বন্ধ হবে, পাশাপাশি সমস্ত মানুষের রেশনের ব্যবস্থাও সুনিশ্চিত করা যাবে। এই দুটি দাবিকে সামনে রেখে ১০০ ঘণ্টার অবস্থান আন্দোলন চলছে।’

তাঁদের এই আন্দোলনে সামিল হয়েছেন আশেপাশের গ্রামের মানুষও। স্বেচ্ছায় যোগ দিচ্ছেন অবস্থানে। মঙ্গলবার থেকে হুগলীর বিভিন্ন ব্লকে ৫-৭টি গ্রামেও ১০০ ঘণ্টার অবস্থানে যোগ দিয়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই অবস্থান কর্মসূচীতে যোগ দেবেন রাজ্যের বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন (আরওয়াই)-এর নেতারা, এমনটাই জানিয়েছেন সজল দে। তিনি আরও বলেন, ‘১০০ ঘণ্টার প্রতিবাদী অবস্থান শুরু হয়েছে হুগলীর জয়হরিপুর গ্রাম থেকে। আজ একই দাবিতে অবস্থানে বসেছে আরও কয়েকটি গ্রাম। সেগুলির মধ্যে মুড়িগড়িয়া, পুঁটিগড়িয়া, বোড়োনানপাড়া, মহেশ্বরবাটি, আখিলপুরেও চলছে এই অবস্থান। সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি, আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ ও আরওয়াই-এর পক্ষ থেকে এই অবস্থান কর্মসূচি চলছে।’

খণ্ড-27