করোনা পরিস্থিতিতে প্রকল্প কর্মীদের করোনা ভাইরাস জনিত দাবি নিয়ে ২৭ এপ্রিল থেকে ৩ মে দাবি সপ্তাহ পালন করা হবে। দাবি সপ্তাহে কর্মীরা মাথায় কালো ফেট্টি বেঁধে, বুকে দাবিপত্র ঝুলিয়ে পালন করবেন।
প্রকল্প কর্মীরা মাথায় লাল ফেট্টি ,লাল ব্যাজ,লাল ব্যান্ড ধারণ করবেন। স্থানীয় পরিস্থিতি অনুযায়ী পতাকা উত্তোলন করবেন,তবে ৫ জনের অধিক জড়ো হবেন না। যেখানে তা সম্ভব নয়,বাড়ির দরজায় বা বাড়ির উপরে লাল পতাকা তোলা হবে। উল্লেখ্য, লকডাউনের শারীরিক দূরত্ব ও অন্যান্য বিধি মেনেই পতাকা তোলা হবে।
১) কোভিড-১৯ কাজে যুক্ত সমস্ত স্কিম কর্মীদের পিপিই কিট দিতে হবে।
২) কোভিড-১৯ কাজে যুক্ত সকলের পূর্ণ নিরাপত্তা দিতে হবে।
৩) সমস্ত স্কিম কর্মীদের ৩ মাসের সাম্মানিক অগ্রিম দিতে হবে।
৪) কোভিড ১৯ কাজে সকল স্কিম কর্মীদের ৫০ লাখ টাকা জীবন বীমা, ১০ লক্ষ টাকা স্বাস্থ্যবীমা করতে হবে।
৫) প্রকল্প কর্মীদের সাধারণ স্বাস্থ্যবিমার অন্তর্ভুক্ত করতে হবে।
৬) সমস্ত প্রকল্প কর্মীদের সরকারী কর্মীদে র স্বীকৃতি ও সমান মজুরি দিতে হবে।
শশী যাদব (সংযোজক), এআইএসডব্লিউএফ
২৫ এপ্রিল, ২০২০