১৬ মে বিকেল পাঁচটায় বারাসাত রেল স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে এআইপিএফ এবং এপিডিআর-এর যৌথ উদ্যোগে কবি ভারভারা রাও, অধ্যাপিকা সোমা সেন, আইনজীবী সুধা ভরদ্বাজ, সাংবাদিক গৌতম নভলখা সহ সমস্ত রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে এক সোচ্চার সমাবেশ হয়। ঐ সমাবেশ থেকে শ্রম আইন শিথিল করে শ্রমিকদের মজুরি-দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলার চক্রান্তের বিরুদ্ধেও প্রতিবাদ ধ্বনিত হয়, দাবি ওঠে আট ঘণ্টার শ্রমসময়কে বারো ঘণ্টায় পরিণত করার ফরমান প্রত্যাহার করতে হবে। জনা তিরিশেক প্রতিবাদী বুকে দাবিপত্র ঝুলিয়ে এই সমাবেশে সামিল হন এবং দীর্ঘক্ষণ শ্লোগান তুলে, বক্তব্য রেখে কর্মসূচী চলে। বক্তব্য রাখেন এআইপিএফ-এর তরফে নির্মল ঘোষ এবং এপিডিআর-এর তরফে বাপ্পা ভুঁইয়া। উপস্থিতদের মধ্যে ছিলেন শিল্পী সোমশঙ্কর, পুষ্পল, লিটিল ম্যাগাজিন সংগঠক সুবীর সাহা, আইসা-সংগঠক অন্বেষা, ‘সাংস্কৃতিক সমসময়’-এক সম্পাদক অশোক চট্টোপাধ্যায়, ‘আজকের দেশব্রতী’র সম্পাদক অনিমেষ চক্রবর্তী, ইফটু, এআইসিসিটিইউ-র প্রতিনিধি সহ এআইপিএফ ও এপিডিআর-এর কর্মীরা। কর্মসূচী চলাকালীন প্ল্যাটফর্ম সংলগ্ন রাস্তায় মানুষজনেরা দাঁড়িয়ে গিয়ে সবকিছু প্রত্যক্ষ করেন।