শিলিগুড়ি : করোনার অজুহাতে শ্রম আইন তুলে দেওয়া, শ্রম দিবস ১২ ঘণ্টা করে দেওয়া, সমস্ত সরকারী সংস্থাগুলির বেসরকারীকরণ, বিরাষ্ট্রীয় করণের বিরুদ্ধে, পরিযায়ী শ্রমিকদের সরকারী খরচায় নিজ নিজ জায়গায় ফিরিয়ে আনার দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন-এর আহ্বানে দেশব্যাপী প্রতিবাদ দিবসে শিলিগুড়ি শহরে বিক্ষোভ প্রতিবাদ মিছিল শেষে এসডিও-কে স্মারকলিপি তুলে দেওয়া হয়। সে সময় পুলিশ জোর করে বাইরে দাঁড়িয়ে থাকা ট্রেড ইউনিয়ন নেতৃত্ব সমন পাঠক, অপু চতুর্বদী, রাণা বোস জয় লোধদের গ্রেপ্তার করে। মিছিলে নেতৃত্ব দেন এআইসিসিটিইউ-র পক্ষে অভিজিৎ মজুমদার, মোজাম্মেল হক, অপু চতুর্বেদী, সিটুর সমন পাঠক সহ অন্যান্য ট্রেড ইউনিয়নগুলির নেতৃবৃন্দ।
ফাঁসিদেওয়া: এআইসিসিটিইউ এবং সিআইটিইউ পক্ষে ফাঁসিদেওয়া বিডিও-কে স্মারকলিপি দেওয়া হয়। দাবিগুলির সপক্ষে বিডিও অফিসের সামনে বেশ কিছুক্ষণ ধরে চলে শ্লোগান-অবস্থান।
নেতৃত্বে ছিলেন এআইসিসিটিইউ-র পক্ষে পবিত্র সিংহ, শরত সিংহ, দীপক ঘোষ, সিআইটিইউ-র সুশীল দেবনাথ প্রমুখ।