বন্দিত্ব থেকে মুক্তি পেলেন টাডা আইনে সাজাপ্রাপ্ত সিপিআই(এমএল) সদস্য ত্রিভুবন শর্মা

বর্তমানে বিলুপ্ত টাডা আইনে দীর্ঘ ১৭ বছর বন্দি থাকার পর জেল থেকে মুক্তি পেলেন কমরেড ত্রিভুবন শর্মা। কৃষক আন্দোলনে অংশ নেওয়ায় মিথ্যা অভিযোগে সাজা দিয়ে কমরেড ত্রিভুবন, শাহ চাঁদ, ডঃ জগদীশ যাদব, অরুণ ভারতি সহ মোট ১৪ জনকে ২০০৩ সালের ২১ জুলাই জেলে পোরা হয়। এদের মধ্যে জনপ্রিয় নেতা শাহ চাঁদ সহ ৫ জন ইতিমধ্যেই বন্দি অবস্থায় জেলে মারা গেছেন। উল্লেখ্য, মৃত্যুর আগে শাহ চাঁদ বন্দি ছিলেন ১২ বছর। টাডা আইনে সাজাপ্রাপ্ত হয়ে ৭ জন এখনও জেলে বন্দি রয়েছেন — এদের মধ্যে ৫ জন রয়েছেন গয়া কেন্দ্রীয় কারাগারে এবং ২ জন ভাগলপুর কেন্দ্রীয় কারাগারে। কমরেড ত্রিভুবন শর্মার মুক্তির পিছনে এক দীর্ঘ আইনি লড়াইয়ের অবদান রয়েছে।

কমরেড ত্রিভুবন মুক্তি পাচ্ছেন এই সংবাদ পেয়ে দলের বিভিন্ন নেতা ও প্রচুর সাধারণ মানুষ মুক্তিপ্রাপ্ত কমরেডকে স্বাগত জানাতে গয়া কেন্দ্রীয় কারাগারে ছুটে যান। ঐ নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সিপিআই(এমএল)-এর বিহার রাজ্য সম্পাদক কুনাল, মগধ জোনের দায়িত্বশীল অমর, আরোয়াল, জাহানাবাদ ও গয়া জেলার সম্পাদক ও অন্যান্য বরিষ্ঠ নেতৃবৃন্দ। এ ছাড়াও, আরোয়াল, ভাদাসি, কিনজার, নাগলা, গোডিহা, জাহানাবাদ ও গয়া অঞ্চলের বিভিন্ন গ্ৰাম থেকে প্রচুর কৃষক, শ্রমিক, মহিলা, দোকানদার ও সাধারণ মানুষ মুক্তি পাওয়া কমরেডকে স্বাগত জানাতে কারাগারের সামনে সমবেত হয়েছিলেন। তাঁরা মুক্তিপ্রাপ্ত নেতাকে তাঁর পৈতৃক বাসভূমি আহিয়ারপুর গ্ৰামে পৌঁছে দেন। পার্টির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, আরো যে ৭ জন কমরেড টাডা আইনে এখনও বন্দি রয়েছেন, সরকারকে তাদেরও মুক্তি দিতে হবে।

খণ্ড-27
সংখ্যা-1