কলকাতার বাঘা যতীন মোড় থেকে ঢাকুরিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত সংগঠিত হল কলকাতা জেলা কমিটির মিছিল। আইসা, আরওয়াইএ-র ছাত্র-যুব কমরেডদের উদ্দীপনাময় অংশগ্রহণ, সুতীব্র শ্লোগান সহ ফেস্টুন-লাল পতাকা ও নানা প্ল্যাকার্ডে সুসজ্জিত মিছিলটি আগামী ৮ জানুয়ারীর ধর্মঘটকে সফল করার আবেদন রেখে, এনআরসি-এনপিআর এবং ক্যার বিরুদ্ধে ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে শেষ হয়। উঃ প্রদেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করার যে দমনমূলক অভিযান, নির্বিচারে প্রতিবাদীদের গ্রেপ্তার, সংখ্যালঘু এলাকায় পুলিশ-আধাসামরিক বাহিনী ঢূকে ঢুকে যে হামলা চালাচ্ছে তারও তীব্র বিরোধিতা করা হয়। মিছিল ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর কুশপুতুল দাহ কারার সময় লেক থানার পুলিশ বাধা দেয়। স্পষ্ট ব্যাখ্যা না রেখে ‘উপরের নির্দেশ’ বলে জানায় যে কুশপুতুল পোড়ানো যাবে না। তর্কাতর্কি চলার সময় কুশপুতুলে আগুন ধরানো হয়। কিছুটা পোড়ার পরই লেক থানার ও সি জ্বলন্ত কুশপুতুলে ঝাঁপিয়ে পড়ে আগুন নেভানোর চেষ্টা করেন, তারপর অর্দ্ধদগ্ধ কুশপুতুল নিয়ে চলে যান। এর বিরুদ্ধে ওখানে ধিক্কার সভা কিছুক্ষণ চলার পর সভা শেষ হয়।