গত ২২ নভেম্বর মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের কেলাই গ্রামের দীর্ঘ দিনের পার্টি সদস্য কমরেড মালেক সেখ অসুস্থ হয়ে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই কমরেডের স্মরণে গত ২৬ ডিসেম্বর সিপিআ(এমএল) লিবারেশনের খড়গ্রাম লোকাল কমিটির উদ্যোগে ঝিল্লী গ্রাম পঞ্চায়েতের নোনাডাঙ্গা হাইস্কুলে স্মরণ সভার আয়োজন করা হয়। এই গ্রামের আরও ২ জন পার্টি সদস্য, কমরেড মান্নান মন্ডল ও কমরেড এসরাফুল সেখ বিগত দিনে প্রয়াত হয়েছেন। যাদের তখন স্মরণ সভা করা সম্ভব হয়নি। তাই এই তিন জন প্রয়াত কমরেডের স্মরণ সভা সংগঠিত করা হল। সাথে সাথে দিল্লীর কেন্দ্রীয় নয়া কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের মধ্যে প্রয়াত শহীদ সংগ্রামীদের স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। ২০০ জনের বেশি মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেন। তাদের মধ্যে মহিলাদের উপস্থিতির সংখ্যা উল্লেখযোগ্য। উপস্থিত ছিলেন সিপিআই(এমএল) লিবারেশনের মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক কমরেড রাজীব রায়, জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড অপুর্ব লাহিড়ী, বহরমপুর লোকাল কমিটির সম্পাদক কমরেড রবি মন্ডল, কান্দির কমরেড রবিউল সেখ ও রাজ্য কমিটির সদস্য কমরেড সজল পাল।
সভার শুরুতে প্রয়াত কমরেডদের ছবি সামনে রেখে শহীদ বেদীতে মাল্যদান ও এক মিনিট নিরবতা পালন করা হল। শোকপ্রস্তাব পাঠ করেন লোকাল কমিটির সদস্য কমরেড হাসান সেখ। বক্তব্য রাখেন কমরেড রাজীব রায়, অপুর্ব লাহিড়ী, সজল পাল, সিপিআই(এম)-এর লোকাল নেতা তানজুল হক ও এলাকার কয়েকজন কমরেড। সভা পরিচালনা করেন জেলা কমিটির সদস্য কমরেড হায়দার সেখ। বক্তারা প্রয়াত তিন জন কমরেডের সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। গরিব গ্রামীণ কমরেডদের স্মরণ সভার গুরুত্ব তুলে ধরেন। উঠে আসে শহীদ সেজাম্মল নিয়ামত ও নুরহকের কথা। শাসক শ্রেণীর বিরুদ্ধে এই সমস্ত কমরেডদের লড়াইএর কথা। বিশেষ গুরুত্ব পায় কোম্পানির দালাল নরেন্দ্র মোদীর নয়া কৃষি আইন বাতিলের দাবীতে দিল্লীর আন্দোলনের প্রয়াত কৃষক শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন। এবং এই কৃষকদের মৃত্যুর জন্য দায়ী নরেন্দ্র মোদীর প্রতি ধিক্কার প্রদর্শন করা হল। দাবি করা হয় নয়া কৃষি আইন ও বিদ্যুৎ বিল ২০২০ বাতিল করতে হবে। বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত স্মরণ সভা চলে। খাওয়ার বিরতির পর আবার ৭০ জন কর্মীকে নিয়ে বৈঠক হয়। বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনের দিশা নিয়ে কেন্দ্রীয় কমিটির ও রাজ্য কমিটির আলোচনা হয়। খড়গ্রাম বিধানসভার সম্ভাব্য সিপিআই(এমএল) লিবারেশনের সম্ভাব্য প্রার্থি কমরেড টুনু বালা দাসের নাম ঘোষণা ও পরিচিতি করানো হয়।