খবরা-খবর
জনগণনায় ‘সারনা’ অন্তর্ভুক্ত করার দাবি
sssa

গত ২৮ ডিসেম্বর পশ্চিমবঙ্গের দশটি আদিবাসী সংগঠন সংবাদ সম্মেলন করে এই দাবি তুলেছে। এখনও পর্যন্ত জনগণনায় আদিবাসীদের নিজস্ব ধর্মপরিচিতিকে গ্রাহ্য করা হয়নি। ২০২১-এর জনগণনায় ‘অন্যান্য’ কলামটিও তুলে দেওয়া হয়েছে। আরএসএস-এর পক্ষ থেকে আদিবাসীদের ‘হিন্দু’ হিসেবে নথীভুক্ত করানোর জন্য প্রবল চাপও তৈরি করা হচ্ছে। কিন্তু আদিবাসী সংগঠনগুলি স্পষ্ট জানিয়েছে যে, সাঁওতাল, মুণ্ডা, ওরাওঁ, হো, ভূমিজ, বেদিয়া, শবর, খেরিয়া, মাহালি সহ বিভিন্ন ‘শিডিউল্ড ট্রাইব’ জনগোষ্ঠির সাথে আলোচনার ভিত্তিতে তাঁরা ‘সারনা’ ধর্মের স্বতন্ত্রতা দাবি করছেন। সারনা ধর্মের নিজস্ব উপাসনা স্থল আছে, জাতবর্ণ ব্যবস্থার অস্তিত্ব সারনা ধর্মে নাই, মূর্তি পূজা নয় প্রকৃতি পূজা করা হয়, পণপ্রথা চলে না, পারস্পরিক সহযোগিতায় গোষ্ঠিবদ্ধ সমাজ আদিবাসীদের। সুপ্রিম কোর্টও বিভিন্ন রায়ে বারবার স্পষ্ট জানিয়েছে যে হিন্দু উত্তরাধিকার আইন, হিন্দু বিবাহ আইন, হিন্দু দত্তক আইন ইত্যাদি হিন্দু ব্যক্তিগত আইনগুলি আদিবাসীদের জন্য প্রযোজ্য নয়। অনেক রায়ে সারনা ধর্মের উল্লেখ করাও হয়েছে। ফলত আদিবাসীরা কোনও অর্থেই হিন্দু নয়। প্রেস বিবৃতিতে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ-২৫ ও অনুচ্ছেদ ২৬(খ)’এ প্রদত্ত ধর্মাচরণের স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয় যে ২০২১-এ যে জনগণনা হতে চলেছে সেখানে ধর্ম নথিভুক্তির ‘অন্যান্য’ কলামটি তুলে দেওয়া হয়েছে যার ফলে এরাজ্যের পঞ্চাশ লক্ষ আদিবাসী মানুষ অস্বীকৃত থেকে যাবে।

২০১১’র জনগণনায় ‘অন্যান্য’ কলামের হিসেব অনুযায়ি সারনা ধর্ম বিশ্বাসের মানুষের সংখ্যা ৪৯,৫৭,৪৬৭। আদিবাসী সংগঠনগুলির পক্ষ থেকে ‘ইন্টারন্যাশনাল সান্তাল কাউন্সিল’-এর কার্যকারী সভাপতি নরেশ কুমার মুর্মুর জারি করা প্রেস বিবৃতিটিতে গুরু গোমকে পণ্ডিত রঘুনাথ মুর্মু সংকলিত ‘হিতাল’ গ্রন্থটিকে সারনা ধর্মগ্রন্থ হিসেবে উল্লেখ করা হয় এবং জানানো হয় যে মারাং গোমকে জয়পাল সিং মুণ্ডা, সিদো কানহো বিরসা, ফুলো ঝানো তিলকা সহ বহু আদিবাসী মহাজনেরা সারনা ধর্ম প্রচার করেছেন। ২০১১ সালে ভ্যাটিকান সিটিতে আন্তর্জাতিক ধর্ম সম্মেলনে মুকেশ বিরুয়া সারনা ধর্মের প্রতিনিধিত্বও করে এসেছেন। ইতিমধ্যে, গত ১১ নভেম্বর ঝাড়খণ্ড বিধানসভায় সর্বসম্মতিক্রমে সারনা ধর্ম কোডের পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের প্রতিনিধির সাথে একপর্ব প্রাথমিক কথা হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। আগামি ৩ জানুয়ারি, মারাং গোমকে জয়পাল সিং মুণ্ডার জন্ম দিবসে নেতাজী ইণ্ডোর স্টেডিয়ামে সকাল ১১টা থেকে ‘সারনা ধর্ম মহাসম্মেলন’ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আদিবাসী সংগঠনগুলি।

খণ্ড-27
সংখ্যা-47