খবরা-খবর
এনআরসি-সিএএ-র বিরুদ্ধে ও আসন্ন ধর্মঘটের সমর্থনে ঐক্যের মিছিল

মানুষকে যত বেশি ঘরছাড়া করার করার, জাতপাত-ধর্ম দিয়ে যত ভাঙার চেষ্টা করছে বিজেপি, তত বেশি জিতছে মানবতা—রাজপথে বাড়ছে ভিড়! এনআরসি, এনপিআর, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নামক দানবীয় বিষয়গুলোতে প্রতিদিন বাড়ছে বিরুদ্ধতার ভিড়। কোনো রাজনৈতিক দল না করা অন্তর্মুখী মানুষরাও যেন শিয়রে শমনের পায়ের শব্দ পেয়ে ফুঁসে উঠছেন কখনও বিচিত্র রঙে রঙিন হয়ে আবার কখনও বা রঙ ছাড়াই। ১৯ ডিসেম্বর দুনিয়া দেখেছে কলকাতাকে সকালে বিকালে কোলাহলে। তারপরে আবার ২৭ ডিসেম্বর — ‘শহর জুড়ে উথালপাতাল’ ... ১৭টি বামপন্থী ও সহযোগী দল তো ছিলই, এবার মিছিলে পা মেলানো ওয়েলফেয়ার পার্টি, স্বরাজ পার্টি ও জাতীয় কংগ্রেস। সাম্প্রদায়িক ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলন যখন দেশ জুড়েই তার সুর চড়িয়েছে সপ্তমে তখন প্রতিবাদ তো জনতার উৎসব। প্রতিবাদী জনতার সংহতিতে হাঁটা সকল সংগঠন বা ব্যক্তি নিশ্চয়ই গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রশ্নে তার/তাদের অতীত ভূমিকা স্মরণে রাখবেন ও মূল্যায়ন করবেন আয়নার সামনে দাঁড়িয়ে — এটাই আকাঙ্ক্ষিত।

27 Dec Kol

 

ওয়েলিংটন থেকে বেরোনো লাল, নীল, সাদা, হলুদের মিছিল থেকে উঠল শ্লোগান — “সিএএ নেহি চলেগা” আবার কোথাও শোনা গেল — “মিছিল থেকে জানাচ্ছি, জ্বালিয়ে দেবো এনআরসি” কিম্বা “এনপিআর সে আজাদী” ... আরো কত সৃজনশীল ও চিত্তাকর্ষক প্রতিবাদী কণ্ঠের মূর্ছনা। মিছিলের মাথা যখন মহাজাতি সদন ছুঁলো তখনও লেজটা মহম্মদ আলি পার্কে। সমাপ্তি সমাবেশে সিপিআই-এর স্বপন ব্যানার্জী যখন ধর্মের নামে ভাগাভাগির এই নতুন ছকের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিজেপির পাশাপাশি এনপিআর নিয়ে তৃণমূলের ভূমিকাকেও বিঁধলেন তখন সিপিআই(এম)-র সূর্যকান্ত মিশ্র গোটা দেশজুড়ে চলা গণআন্দোলনকে কুর্নিশ জানিয়ে মিছিলে পা মেলানো সকলকে অভিনন্দন জানালেন। উপস্থিত জনতা প্রতিধ্বনি করলো মঞ্চ থেকে তোলা সিপিআই(এমএল) লিবারেশনের পলিটব্যুরো সদস্য কার্তিক পালের শপথ শ্লোগানের — “এনপিআর হতে দিচ্ছিনা, এনআরসি মানছিনা, সিএএ বাতিল করো” : সংহতি ও প্রতিরোধের বার্তা। আরএসপি-র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য দেশজোড়া আন্দোলনে মোদী সরকারের বিশেষত উত্তরপ্রদেশকে বধ্যভূমি বানানোর জন্য যোগী সরকারকে তুলোধোনা করলেন। এছাড়াও উপস্থিত অন্যান্য দলের নেতৃত্বও রাখলেন সম্প্রীতির আহ্বান। সভামঞ্চে সঞ্চালনায় ছিলেন বিমান বসু। আসন্ন দিন ফ্যাসিবাদের সামনে আরো কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার শপথে শেষ হল সভা।

Kolkata 27

 

খণ্ড-27
সংখ্যা-1