এন পি আর নাগরিকদের যে তথ্যগুলি দিতে হবে ১. ব্যক্তির নাম, ২. পরিবারের কর্তা বা কর্ত্রীর সঙ্গে সম্পর্ক, ৩. বাবার নাম, ৪. মায়ের নাম, ৫. বিবাহিত হলে স্বামী/স্ত্রী-র নাম, ৬. লিঙ্গ, ৭. জন্মের তারিখ ও সাল, ৮. বিবাহিত/অবিবাহিত, জন্মের স্থান, ৮. নাগরিকত্ব (যেভাবে ঘোষণা করা আছে।), ১০. বর্তমান ঠিকানা, ১১. স্থায়ী ঠিকানা, ১২. কাজ সম্পর্কিত তথ্য, ১২. শিক্ষাগত যোগ্যতা।
এনপিআর-এর সাথে এনআরসি-র সরাসরি সম্পর্ক নেই। আসামে এনআরসি চালুর আগে এনপিআর আপডেট করার কাজ সেরে নিয়েছিল কেন্দ্র। কেন্দ্রের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর ২০২০-র মধ্যে বাড় বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে।
এনআরসি নাগরিকদের যে তথ্যগুলি দিতে হবে – (১) নাম (২) বাবার নাম (৩) মায়ের নাম (৪) লিঙ্গ (৫) জন্ম তারিখ ও সাল (৬) জন্মের স্থান (৭) বর্তমান ও স্থায়ী ঠিকানা (৮) বিবাহসম্পর্কিত তথ্য (কোনও সময় বিয়ে করে থাকলে স্ত্রী/স্বামীর নাম (৯) সহজে দেখা যায় এমন কোনও চিহ্ন (১০) নাগরিক হিসেবে নথিভুক্তির তারিখ (১১) নাগরিক হিসেবে নথিভুক্তির নম্বর (১২) ন্যাশনাল আইডেন্টিটি নম্বর।
— এই সময় ৯ সেপ্টেম্বর ২০১৯
১/ প্রতিটি পরিবারের ঘরে ঘরে মাতৃভাষায় কর্মসূচির বিস্তারিত বিবরণ সহ বিজ্ঞপ্তি পৌঁছিয়ে দিতে হবে।
২/ প্রতিটি বুথে সহায়তা কেন্দ্র খুলে একমাস ধরে বিনামূল্যে এই কাজ করতে হবে।
৩/ যারা সহায়তা কেন্দ্রে আসতে পারবেনা তাদের কাজ বাড়ি বাড়ি গিয়ে করতে হবে।
৪/ উৎসবের কর্মব্যস্ত মাসে নয়, এই কর্মসূচির সময়কাল নভেম্বর মাস করতে হবে।
৫/ সমস্ত ভোটারদের এই কর্মসূচিতে সামিল করানোর দায়িত্ব ভোটারদের নয়, নির্বাচন কমিশনকে নিতে হবে।
৬/ সহায়তা কেন্দ্রের স্থান ও সময় সহ কর্মসূচির সমস্ত তথ্য অঞ্চলে মাইক প্রচার করে জানাতে হবে।