কমরেড মীনাক্ষী দত্ত

গত ৫ মার্চ পার্টি কমরেড মীনাক্ষী দত্ত উত্তর ২৪ পরগণার এক বেসরকারি নার্সিং হোমে প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। পরিবারে তিনি রেখে গেছেন স্বামী ও এক পুত্র সহ অন্যান্যদের। সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পাশাপাশি দুর্গাপুরের যে সাহসী বোনেরা নকশালবাড়ি আন্দোলনের সাথে নিজেদের যুক্ত করেছিলেন তাদেরই একজন ছিলেন মীনাক্ষী। তিনি ছিলেন ডিভিসি-র কর্মচারি। ধাক্কার পরবর্তীকালে পার্টিকে রক্ষা ও বিস্তারের কর্মকান্ডে দূর্গাপুরের সংগঠন ও কমরেডরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মীনাক্ষী ছিলেন তাদের অন্যতম। দূর্গাপুরে দীর্ঘদিন ধরে পার্টি সংগঠনের নানান কাজে যুক্ত ছিলেন। তিনি ছিলেন পার্টির প্রতি অনুগত এবং অত্যন্ত আন্তরিক একজন কমরেড। জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন একজন সর্বক্ষণের কর্মীকে। পরবর্তী কালে চাকরিসূত্রে বদলি হয়ে উঃ ২৪ পরগণার শহরতলীতে চলে আসেন। খুবই শারীরিক অসুস্থতা ছিলো। তাঁর অকাল প্রয়াণ খুবই বেদনাদায়ক। কমরেড মীনাক্ষী দত্ত লাল সেলাম।

খণ্ড-27
সংখ্যা-7