বিবৃতি
সপ্তাহব্যাপী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা পাঁচ বাম দলের
(২০২০ সালের ১ থেকে ৭ জানুয়ারী প্রতিবাদ কর্মসূচি পালন করার কথা ঘোষণা করে পাঁচ বাম দল — সিপিআই(এম), সিপিআই, সিপিআই(এম-এল), সারা ভারত ফরোয়ার্ড ব্লক এবং আরএসপি — ২০১৯-এর ২৬ ডিসেম্বর এই বিবৃতিটা দিয়েছে। বিবৃতিটায় স্বাক্ষর করেছেন সিপিআই(এম)-এর পক্ষে সীতারাম ইয়েচুরি, সিপিআই-এর ডি রাজা, সিপিআই(এমএল)-এর দীপঙ্কর ভট্টাচার্য, ফরোয়ার্ড ব্লকের দেবব্রত বিশ্বাস এবং আরএসপি-র মনোজ ভট্টাচার্য।)

 

আমাদের সংবিধানের উপর আক্রমণের বিরুদ্ধে: সিএএ/এনআরসি/এনপিআর অর্থনৈতিক মন্দার জন্য জনগণের বেড়ে চলা দুর্দশার প্রতিবাদে শ্রমিকশ্রেণীর প্রতি সংহতি জানাতে সারা ভারত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো ৮ জানুয়ারী যে সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে তার প্রতি সমর্থন জানাতে বাম দলগুলো সংহতির এক কর্মসূচী চালাবে। সারা ভারত কিসান ও কৃষি শ্রমিক সংগঠনগুলো এবং নাগরিক সমাজ আন্দোলন ৮ জানুয়ারি যে গ্ৰামীণ বনধের ডাক দিয়েছে, বাম দলগুলো তার প্রতি সমর্থন জানাবে। সিএএ/এনআরসি/এনপিআর-এর মধ্যে দিয়ে ভারতের সংবিধানের উপর যে আক্রমণ নামানো হয়েছে তার বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে বাম দলগুলো তাদের শাখা সংগঠনগুলো এবং সমস্ত রাজ্য শাখার কাছে আবেদন জানাবে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে — বিশেষভাবে উত্তরপ্রদেশ, কর্ণাটক, গুজরাট, ত্রিপুরায় এবং দিল্লীতে, যেখানে পুলিশ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে — নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের উপর পুলিশের চালানো নিপীড়নকে বাম দলগুলো ধিক্কার জানাচ্ছে। প্রতিবাদগুলো শান্তিপূর্ণ ভাবেই চলবে।

খণ্ড-27
সংখ্যা-1