খবরা-খবর
নাবালিকা গণধর্ষণকারীদের শাস্তির দাবিতে সভা

দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে ২২নং ওয়ার্ডের মালঞ্চ জিপি মৈত্র রোডে ধানমাঠ পাড়ার এক নাবালিকাকে গণধর্ষণ করে এলাকার ৫ জন দুস্কৃতি। পুলিশে অভিযোগ জানালে দুজন কে গ্রেপ্তার করে কিন্তু মূল অভিযুক্তদের রাজনৈতিক কারণে আড়াল করার ঘৃণ্য চক্রান্ত চলছিল। ঘটনাটি প্রথম জানাজানি হবার পরপরই সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতর নেতৃত্ব ঘটনায় হস্তক্ষেপ করে। রাজ্য সম্পাদিকা ইন্দ্রানী দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল নাবালিকা ও তার পরিবারের সাথে দেখা করে। নাবালিকার পরিবার, স্থানীয় জনগণ প্রতিনিধি দলের কাছে পুলিশি অপদার্থতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। মহিলা সমিতির প্রতিনিধি দলের কাছ থেকে লড়াইয়ের আশ্বাস পেয়ে এলাকার জনগণ এই বিষয়ে উদ্যোগী হয়ে নির্যাতিতার পাশে দাঁড়ায়।

পরবর্তীতে মহিলা সমিতি ও আইসার প্রতিনিধিদল একাধিকবার এলাকায় যায়, স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে এসপি-র কাছে ডেপুটেশন দেওয়া হয়। নাবালিকা গণধর্ষণকান্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোনারপুর মোড়ে অবস্থান বিক্ষোভ প্রদর্শন হয়। উপস্থিত ছিলেন ইন্দ্রাণী দত্ত, জেলা সম্পাদিকা কাজল দত্ত, দেবযানী গোস্বামী, সিপিআই(এমএল) লিবারেশনের দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির অন্যতম সদস্য নবকুমার বিশ্বাস ও ছাত্র-ছাত্রী সাথীরা। বক্তব্য রাখেন ইন্দ্রানী দত্ত ও কাজল দত্ত। আন্দোলনের চাপে খুব সম্প্রতি একজন অপরাধী থানায় আত্মসমর্পণ করেছে। বাকি দুজন মূল অপরাধীকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় জনগণ এবং মহিলা সমিতি লড়াই চালিয়ে যাচ্ছে।

খণ্ড-27
সংখ্যা-1