বিবৃতি
মালদার পরিযায়ী শ্রমিকরা ধৃত উত্তরপ্রদেশে!

পার্থ ঘোষ এক প্রেস বিবৃতিতে দাবি করেন, উত্তরপ্রদেশে যে ছজন শ্রমিককে গ্রেপ্তার করে জঙ্গী বলে প্রচার করছে যোগী সরকার ও সংঘী প্রচার যন্ত্র তাঁরা আসলে অত্যন্ত দরিদ্র পরিবারের পরিযায়ি শ্রমিক। সকলেই মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বাসিন্দা। ইউপির হজরতগঞ্জে হোটেলে কাজ করত ওরা। এক প্রতিনিধি দল সরেজমিনে গিয়ে পরিবারগুলির সাথে দেখা করে এসেছেন। তাদের একজন, হরিশ্চন্দ্রপুরের এক প্রতিনিধি যিনি সাথে ছিলেন, তিনি জানালেন, চোখের জলে প্রায় ভাসলাম। যারা আটক আছেন তারা হলেন — (১) সন্জুর হক-১৮, পিতা: এনারুল হক; (২) সালেদুল হক-২৩ ও (৩) খাইরুল হক, উভয়ের পিতা: মোহাম্মদ হুদা; তিন জনের গ্ৰাম: ডাঙ্গিলা; (৪) সাগর আলী-৩৫, পিতা: আরিফুল হক; (৫) সাহ্ আলম-১৯, পিতা: মুক্তার আলম; (৬) আসলাম-২০, পিতা: নাহারুল; এই তিন জনের গ্ৰাম : জনমদোল, প্রত্যেকের ব্লক : হরিশ্চন্দ্রপুর-১, মালদহ জেলার বাসিন্দা। আমর প্রত্যক্ষ করে এলাম ওদের মায়েদের এবং ছোট্ট ছোট্ট ভাই-বোনদের  বুক ভরা বেদনা। এ রাজ্যের সরকার এদের মুক্তির জন্য কি করছেন জানা নেই।

খণ্ড-27
সংখ্যা-1