খবরা-খবর
কালীগঞ্জে ব্লক ডেপুটেশন

গত ১৬ ডিসেম্বর সারা ভারত কিষান মহাসভার পক্ষ থেকে কৃষকের ফসল বিশেষ করে ধান সহায়ক মূল্যে বিক্রি করার দাবিতে, ভাগ চাষি উচ্ছেদের বিরুদ্ধে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত গরিবদের ঘর পাওয়ার দাবিতে, গ্রামীণ রাস্তা নির্মাণ ইত্যাদি দাবি নিয়ে ৪০ জনের ব্লক ডেপুটেশন হয়। ভাগচাষির ফসল নষ্ট করে একদল জমি ব্যবসায়ী জমি কেনার অজুহাত দিয়ে দখল নেওয়ার চেষ্টা করছে। এই বিষয়ে বিএলআরও-কে লিখিত অভিযোগ জানালে তিনি ভাগচাষির ফসল রেকর্ড হয় না বলে জানিয়েছেন। এটা যে সর্বৈব মিথ্যা সেটা বিডিও-কে জানালে, তিনি সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়ার ব্যাপারে পঞ্চায়েত সদস্য কোথাও তৃণমূল, কোথাও বিজেপি সদস্য তাদের দালালদের মাধ্যমে ১০ থেকে ৩০ হাজার টাকা আগাম নেওয়ার দাবিসহ বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে জানালে তিনি বলেন তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ করলে তিনি ব্যবস্থা নিতে পারবেন, তালিকা থেকে কোন পঞ্চায়েত নাম বাতিল করতে পারবে না। ৫০ জনের আবেদনপত্র জমা দিয়ে রিসিভ দেওয়ার দাবি করলে তিনি মেনে নেন। দলুইপুর গ্রামে গণস্বাক্ষর সহ একটি পাকা রাস্তা নির্মাণ করার দাবি জানালে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলেন। দেবগ্রামে পাওয়ার হাউস থেকে গরুর হাট পর্যন্ত গণস্বাক্ষর সহ রাস্তার দাবি প্রসঙ্গে তিনি বলেন এটা জেলা পরিষদের রাস্তা, তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছেন। এছাড়া দেবগ্রামে “নবাব রোড” নামে একটি পুরনো রাস্তা সংস্কারের, রাধাকান্তপুর গ্রামের ১৪ জন গরিব মানুষদের ত্রিপল পাওয়ার ব্যাপারে বলেন বিডিও ৬ জনের নাম নথিভূক্ত করে তাদের ত্রিপল দেওয়ার ব্যবস্থা করেছেন। ডেপুটেশনের আগে বিডিও দপ্তরের সামনে এনআরসি-সিএএ বাতিলের দাবিতে সভা হয়। ডেপুটেশনের পরে মিছিল করে যাওয়া হয় দেবগ্রাম চৌরাস্তা পর্যন্ত, সেখানেও সভা হয়, বক্তব্য রাখেন কৃষক মহাসভার পক্ষ থেকে জয়তু দেশমুখ ও কৃষ্ণপদ প্রামানিক।

খণ্ড-27
সংখ্যা-1