এক প্রেস বিবৃতিতে রাজ্য সম্পাদক পার্থ ঘোষ বলেন, আমাদের রাজ্য সহ সারা দেশে এনআরসি, এনপিআর এবং সিএএ-এর বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত গণআন্দোলন আছড়ে পড়েছে। ইতিমধ্যে উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে ২০ জনেরও বেশি মানুষের প্রাণ গেছে। জামিয়া মিলিয়া থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়, বেনারস থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাজ স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদে সামিল। সমাজের সর্বস্তরের জনগণের প্রতিরোধের মুখে মোদী-অমিত শাহ সরকারের পিছু হটার লক্ষণ স্পষ্ট। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ধূর্ততার সাথে একে অপরের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন।
এই পরিপ্রেক্ষিতে ১৭টি বাম ও সহযোগী দলের আহ্বানে আগামী ২৭ ডিসেম্বর ঐতিহাসিক সুবোধ মল্লিক স্কোয়ার থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস ও রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মহাজাতি সদন পর্যন্ত এক মহামিছিল সংগঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দল এবং সংগঠনগুলিকেও তাদের নিজ-নিজ পরিচয় সহ এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আবেদন জানানো হয়েছে। এ রাজ্যের লড়াকু সমস্ত ছাত্র-যুব ও সাংস্কৃতিক সংগঠন এবং সমস্ত প্রগতিশীল সংগঠনকে অংশ নেওয়ার জন্য আমাদের পার্টি সিপিআই(এমএল) লিবারেশন আবেদন জানাচ্ছে। ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলা এই মুহূর্তের প্রধান কাজ। সেই লক্ষ্যকে সামনে রেখে আসুন আমরা এই মহামিছিলে পথ হাঁটি। জমায়েত — সুবোধ মল্লিক স্কোয়ার, দুপুর ২:৩০ মিনিট।