খবরা-খবর
হাসনাবাদে রন্ধনকর্মীদের বিক্ষোভ প্রদর্শন

হাসনাবাদ, উত্তর ২৪ পরগণা: দীর্ঘদিনের বঞ্চনা এবং প্রশাসনিক টালবাহানার প্রতিবাদে এআইসিসিটিইউ অনুমোদিত পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধনকর্মী (মিড-ডে-মিল) ইউনিয়নের হাসনাবাদ ব্লক শাখার সদস্যরা ১৯ নভেম্বর বিডিও দফতরে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন। ইছামতীর অপর পাড় থেকে মিছিল করে অর্ধশতাধিক রন্ধন কর্মী বিডিও দফতরের সামনে জমায়েত হন এবং সভা করেন। হাসনাবাদ ব্লকে পানীয় জল নোনা স্বাদের। স্কুলে স্কুলে ব্যারেলের মাধ্যমে পরিশোধিত পানীয় জল সরবরাহের দাবি অনেক দিনের। এর সঙ্গে রান্নার জন্য গ্যাস সরবরাহ, প্রত্যেক রন্ধন কর্মীর নামে ব্যাঙ্কের বই ও সান্মানিকের অর্থ নিয়মিত জমা করা, ১২ মাসের টাকা, সর্বোপরি কর্মরত দলকে বাদ দিয়ে নুতন লোক ঢোকানোর শাসক দলের উজীর-নাজিদের অপচেষ্টা ও ভয় দেখানোর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সভায় দাবিপত্রের বিষয়ে ব্যাখ্যা করে বক্তব্য রাখেন জেলা সভানেত্রী জয়শ্রী দাস। এছাড়াও বক্তব্য রাখেন রন্ধন কর্মীদের আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত দিলীপ দত্ত এবং ট্রেড ইউনিয়ন কর্মী সুজিত ঘোষ। জয়শ্রী দাস, শ্যামলী ঘোষ, নন্দিতা দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল বিডিও-র কাছে স্মারকলিপি প্রদান করেন। উল্লেখযোগ্য হল বিডিও ইউনিয়ন প্রতিনিধি এবং স্কুল শিক্ষকদের সঙ্গে নিয়ে মুখোমুখি আলোচনায় ইউনিয়নের দাবিসমুহের নায্যতা প্রমানিত হয়। সভানেত্রী পুনরায় উপস্থিত সদস্য দের কাছে আলোচনার বিস্তৃত বিবরণ রাখেন। সবার হর্ষধ্বনি এবং শ্লোগানের মধ্য দিয়ে সভার কাজ শেষ হয়।

খণ্ড-26
সংখ্যা-38