কন্নন গোপীনাথন। আইএএস। কাশ্মীরের সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। তিনি লিখেছেন :
“যখন কেউ জিজ্ঞেস করবে দুনিয়ার সবচেয়ে বড় গণতন্ত্রে একটি রাজ্যকে বন্দী বানিয়ে দেওয়া হয়েছে, মানুষের মৌলিক অধিকারও কেড়ে নেওয়া হয়েছে, তখন আপনি কী করছিলেন? আমি তখন বলতে পারবো প্রতিবাদ জানিয়ে চাকরি ছেড়েছি।’’
আমরা যেন কেবলই “কাশ্মীরী নারী কাশ্মীরী জমি’’ দখলের ধর্ষকামী উল্লাসে মত্ত প্রাণীগুলোকে মনে না রাখি। আমরা যেন গোপীনাথনের মতো ব্যতিক্রমী মানুষগুলোকেও মনে রাখি।