১ অগাস্ট রেলওয়ে বেসরকারীকরণ, প্রোডাকশন ইউনিট এবং প্লাটফর্মগুলিকে কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়া কর্মী সংকোচন এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিউ জলপাইগুড়ি এরিয়া অফিসে এডিআরএম-এর মাধ্যমে রেল মন্ত্রীকে একটি স্মারকলিপি দেয় এআইআরএফ-এর অধীনে থাকা দুটি রেলওয়ে ইউনিয়ন রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন এবং মজদুর ইউনিয়ন। অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে এআইসিসিটিইউ দার্জিলিং জেলা কমিটির তরফে উপস্থিত ছিলেন পুলক গাঙ্গুলী এবং মোজাম্মেল হক।
ন্যুনতম মজুরি, বন্ধ চা বাগান খোলা, জমির পাট্টা এবং রেশনের দাবীতে মাটিগাড়া থানার আইসি মাধ্যমে শ্রমমন্ত্রী এবং সিসিপি-র চেয়ারম্যানকে একটি স্মারকলিপি দেয় জয়েন্ট ফোরাম। তরাই সংগ্রামী চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পুলক গাঙ্গুলী ও মোজাম্মেল হক। পরে থানার সামনে আয়োজিত একটি সংক্ষিপ্ত সভায় তরাই সংগ্রামী চা শ্রমিক ইউনিয়ন এর পক্ষে বক্তব্য রাখেন পুলক গাঙ্গুলী।