ভ্রম সংশোধন

দ্রুত প্রকাশের ব্যস্ততায় আগের সংখ্যায় কিছু ভুল থেকে গেছে। গত ১ আগস্ট সংখ্যার পত্রিকায় প্রথম পাতায় ভুলবশত উল্লেখ হয়েছিল ‘১ জুলাই’। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত গণকনভেনশনের রিপোর্টে সিপিআই(এমএল) সাধারণ সম্পাদকের বক্তব্য হিসেবে যেটি ছাপা হয়েছে তার দ্বিতীয় অনুচ্ছেদটি পড়তে হবে এরকম – “জুলাই মাসটা আমাদের এমন কিছু নাম মনে করিয়ে দেয়, যারা এই চ্যালেঞ্জের মুহূর্তে আমাদের শক্তি ও অনুপ্রেরণা যোগান। ২৮ জুলাই লালবাজারে চারু মজুমদারকে হত্যা করা হয়েছিল। এটা তাঁর জন্মশতবর্ষ। ৩১ জুলাই প্রেমচাঁদের জন্মদিবস। তাঁর কলম স্বাধীনতা আন্দোলনকে সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিল। মৈত্রী ও প্রগতির লড়াইয়ে তিনি আমাদের বিরাট বড় প্রেরণা। বিদ্যাসাগরের মৃত্যুদিন ২৯ জুলাই। বাংলার শিক্ষা আন্দোলনে তাঁর ভূমিকা অবিস্মরণীয়। শিক্ষায় সবার অধিকার – মহিলাদের অধিকার, নিম্নবর্গের অধিকারের জন্য তিনি লড়াই করেছিলেন। অমিত শাহর রোড শো-এর সময়ে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হল। ওরা এঁদের নস্যাৎ করতে চায়, কিন্তু আমরা এই মনীষীদের কাছ থেকে প্রেরণা নিয়ে এগিয়ে যাব।” সম্পূর্ণতর বক্তব্য পড়ার জন্য এই লিংকটিতে ক্লিক করুন। উন্নাও ধর্ষণ অত্যাচারের বিরুদ্ধে সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির বিক্ষোভ প্রদর্শনের ছবির সজ্ঞায় ভুলবশত ‘গণতান্ত্রিক মহিলা সমিতি’ উল্লেখ হয়ে গেছে। এজন্য আমরা দুঃখিত।

খণ্ড-26