পাঞ্জাব সরকারের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানালো সিপিআই(এম এল)

১৯ জানুয়ারি পাঞ্জাব সরকারের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানালো সিপিআই(এমএল)। সাংগরুরের মুক্তাসরে একজন মহিলাকে মারা এবং মীমাসা নামের একটি গ্রামে লড়াই সংগঠিত করা দলিত নেতাদের উপর আক্রমণের বিরুদ্ধেই সংগঠিত করা হয় ঐ প্রতিবাদ। দলিত নেতারা পঞ্চায়েতের অধীন জমি কুক্ষিগত করার বিরুদ্ধে জনগণকে সমাবেশিত করে লড়াই চালাচ্ছেন। জমির বেআইনী কব্জায় রাখার পথে বাধা হয়ে দাঁড়ানো জনগণের ওপর আক্রমণ করার মূল অভিযুক্ত হল কংগ্রেস সমর্থিত সরপঞ্চ ও তার গুন্ডাদল।

প্রতিবাদী বিক্ষোভ চলাকালীন সিপিআই(এমএল) নেতৃবৃন্দ গুলজার সিং ভুহু্লি, মনজিৎ রাজ বাটালা প্রমুখ তাদের বক্তব্যে জোরের সাথে বলেন, পাঞ্জাবের কংগ্রেস সরকার সাধারণ জনগণের ওপর গুন্ডাদের দিয়ে আক্রমণ নামিয়ে পরিবেশকে বিষিয়ে তুলছে। তাঁরা পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরণের গুন্ডামীকে বামপন্থী দলগুলো বরদাস্ত করবে না। এই গুন্ডাগিরি না থামলে সিপিআই(এমএল) উপযুক্তভাবেমোকাবিলা করবে। দাবি জানানো হয়, কংগ্রেস সরকার যেন দ্রুত তার দলের গুন্ডাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়, নাহলে পরিণাম খুব খারাপ হবে।

খণ্ড-26
সংখ্যা-19