আবেদন
আগামী ৬ জুলাই ২০১৯ (শনিবার) কৃষিজীবি মেহনতী জনতার সমাবেশে ‘‘সিঙ্গুর চলো’’

দাবিসমূহ:

* সিঙ্গুরে নতুন করে টাটার দালালি করা বন্ধ করো।

* সিঙ্গুরের সমস্ত কৃষকের জমি অবিলম্বে চাষযোগ্য করে ফেরত দিতে হবে।

* কৃষিজমি ফেরত দিতে সুপ্রিম কোর্টের রায় কার্যকরী করো, প্রতিশ্রুতি পালন করো।

* উর্বর বহুফসলি কৃষিজমি কর্পোরেটদের হাতে তুলে দেওয়া চলবে না।

* সিঙ্গুরে ক্ষতিগ্রস্ত কৃষিমজুর ও বর্গাদারদের স্বার্থে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

* বিভেদ-বিদ্বেষ সৃষ্টি করে কৃষক ও ক্ষেতমজুরদের সংগ্রামী ঐক্যে ভাঙ্গন ধরানোর বিরুদ্ধে এক হোন।

স্থানঃ সিঙ্গুর রেল স্টেশনের পার্শ্ববর্তী স্থান

সময়ঃ বেলা ৩ টা

আয়োজকঃ সারা ভারত কিষাণ মহাসভা (এআইকেএম) এবং সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি (এআইএআরএলএ)

খণ্ড-26
সংখ্যা-18