প্রয়াত কমরেড সুবোধজী (দেবাশীষ বসু)

indexসিপিআই(এমএল) লিবারেশনের দিল্লীতে কেন্দ্রীয় অফিসে কর্মরত বর্ষীয়ান কমরেড সুবোধজী গত ১৭ জুন প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর জন্মগত নাম ছিল দেবাশীষ বসু। পার্টিতে আসার পর গোপন পার্টি কাজের ধারায় তিনি পরিচিত ছিলেন কমরেড সুবোধজী নামে।

তাঁর পার্টি জীবন শুরু হয় সত্তর দশকের গোড়ার দিকে রাঁচী শহর থেকে। রাঁচীতে পার্টিকে গঠন করার ক্ষেত্রে যে কমরেডদের ভূমিকা ছিল অগ্রণী, তাদের মধ্যে অন্যতম ছিলেন সুবোধজী। পার্টির সর্বক্ষণের সংগঠক হয়ে ওঠার আগে পর্যন্ত তিনি বিহার রাজ্য বিদ্যুৎ পর্ষদের একজন কর্মচারী ছিলেন। সেই সময়ে পার্টির গোপন কার্যকলাপের ধারার ব্যাপারে তিনি খুব রপ্ত ছিলেন, বলা যায় মূল্যবান কমরেড ছিলেন। রাঁচী শহরে একদিকে মেহনতি জনগণের মধ্যে অন্যদিকে বুদ্ধিজীবীদের মধ্যে তাঁর কাজ পার্টি গঠনে প্রভূত সাহায্য করেছিল। তিনি কমরেড “কালিকা”(জহর)-র খুব ঘনিষ্ট ছিলেন। পরবর্তীতে তিনি বোকারো ও ভিলাইয়ে ইস্পাত কর্মীদের মধ্যে কাজ করেছেন। কয়লা খনি শ্রমিক ও বিদ্যুৎ কর্মচারীদের মধ্যে একজন উৎসর্গীকৃত কমিউনিস্ট নেতার মতোই কমরেড সুবোধজীর বৈশিষ্ট্য ছিল কাজের রীতির অনুশীলন ও বিকাশে নিয়োজিত রাখা এবং সরল জীবনযাপন। তাঁর কাজ গিরিডি জেলায় গোড়ার দিকে পার্টি সংগঠন গড়ে তুলতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। কমরেড সুবোধজী লাল সেলাম।

খণ্ড-26