খবরা-খবর
২০১৯-এর লোকসভা নির্বাচনের ঘোষণাপত্র নিয়ে ছত্তিশগড়ে এ আই পি এফ-এর কনভেনশন

এ আই পি এফ এবং ছত্তিশগড় নাগরিক সংযুক্ত সংঘর্ষ সমিতি গত ১২ জানুয়ারি একটা কনভেনশন সংগঠিত করে। ঐ কনভেনশনে ২০১৯-এর লোকসভা নির্বাচনের ঘোষণাপত্র নিয়ে আলোচনার জন্য নাগরিকবৃন্দ এবং গণ আন্দোলনের কর্মীদের আমন্ত্রণ জানানো হয়। কনভেনশনে বক্তাদের মধ্যে ছিলেন সারা ভারত শান্তি ও সংহতি সংগঠনের সদস্য বরিষ্ঠ সাংবাদিক ললিত সুরজন; রেল বোর্ডের প্রাক্তন সদস্য মহেন্দ্র মিশ্র; বস্তারের খ্রিষ্টান অ্যালেয়েন্সের কর্মী আইনজীবী সন সিং ঝালি; ছত্তিশগড় মুক্তি মোর্চার ভীম রাও বাগদে; ছত্তিশগড় প্রগতিশীল কিসাণ সংঘের আই কে ভার্মা এবং সারা ভারত প্রগতিশীল ফোরামের ড: বিক্রম সিংঘল। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন উড়িষ্যার এ আই পি এফ প্রচার কমিটির সদস্য রাধাকান্ত শেঠি এবং দিল্লীর এ আই পি এফ প্রচার কমিটির সদস্য কবিতা কৃষ্ণাণ ও বিজয় প্রতাপ।

সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ভারতের গণতন্ত্রের কাছে বিপর্যয় রূপে দেখা দেওয়া বিজেপিকে পরাস্ত করে ভারতকে পথ দেখানোর জন্য বক্তারা ছত্তিশগড়ের জনগণকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড়ের মানবাধিকার কর্মীদের যে ‘শহুরে নকশাল’ বলে ছাপ মেরেছিলেন, তাকে মুখের মত জবাব দেওয়ার জন্যও তাঁরা ছত্তিশগড়ের জনগণের প্রশংসা করেন। ছত্তিশগড়ের আদিবাসী জনগণের উপর ব্যাপক অত্যাচার চালান এবং মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের বিতাড়িত করেন পুলিশ অফিসার কাল্লুরি। ছত্তিশগড়ের নতুন সরকার তার পদোন্নতি ঘটানোয় বক্তারা নতুন সরকারকেও ভর্ৎসনা করেন। কনভেনশন উৎসাহের সঙ্গে জনগণের খসড়া ঘোষণাপত্রে অনুমোদন দেয়।

খণ্ড-26
সংখ্যা-4