বিবৃতি
সাধারণ ধর্মঘটের সাফল্যে সিপিআই (এম-এল) সাধারণ সম্পাদকের অভিনন্দন

দু’দিনের দেশব্যাপী ধর্মঘটে যে অভূতপূর্ব সমর্থন ও অংশগ্রহন পরিলক্ষিত হচ্ছে তার জন্য সিপিআই (এম-এল) কেন্দ্রীয় কমিটি ভারতীয় শ্রমিক শ্রেণী ও জনগণকে অভিনন্দন জানাচ্ছে। রাষ্ট্র ও কোম্পানি কর্তৃপক্ষের, এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে ও টিএমসি শাসিত পশ্চিমবঙ্গে শাসক দলের গুণ্ডাদের দমন মূলক অত্যাচারকে অস্বীকার করে কাজ বন্ধ রেখে কোটি কোটি শ্রমিক রাস্তায় নেমে ধর্মঘটকে সর্বনাশা মোদি রাজের সার্বিক প্রত্যাখানের নজির হিসেবে উপস্থাপন করেছে। সবার জন্য কাজ, ন্যূনতম মজুরি ও সামাজিক সুরক্ষার মত ধর্মঘটের মূল দাবি গুলি থেকে জনগণের দৃষ্টি সরানোর জন্য মোদি সরকারের শেষ প্রচেষ্টা হিসেবে উচ্চ জাতির জন্য ১০% সংরক্ষণের ঘোষণা মোদি জমানার হতাশা ও অসততাকেই উন্মোচিত করছে। সামাজিক ন্যায়, অর্থনৈতিক অধিকার ও জনকল্যাণের জন্য ভারতীয় জনগণ ঐক্যবদ্ধভাবে লড়াই করবে এবং গণতন্ত্র ও আইনের শাসনের ভিত্তিতে দেশের ঐক্যবদ্ধকারী সংবিধান এবং জনগণের উপর বর্বর আক্রমণ নামিয়ে আনার জন্য মোদি সরকারকে পরাস্ত করবে। - সিপিআই (এম-এল) কেন্দ্রীয় কমিটির পক্ষে দীপঙ্কর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক।

খণ্ড-26
সংখ্যা-2