অল ইন্ডিয়া স্কিম ওয়ার্কার্স ফেডারেশন ও এ আই সি সি টি ইউ অনুমোদিত পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধনকর্মী (মিড-ডে মিল) ইউনিয়ন ৮-৯ জানুয়ারি ২০১৯-এর সাধারণ ধর্মঘটকে সফল করা এবং স্কিম ওয়ার্কার্সদের স্থানীয় দাবিগুলি সমাধানের জন্য ২৮ ডিসেম্বর বারাসাত, উত্তর ২৪ পরগণা জেলা শাসককে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নিয়েছে। বারাসাতে ধর্না ও অবস্থানের জমায়েত ও অন্যান্য প্রস্তুতির জন্য বেলঘরিয়া গণসংগঠনের কার্যালয়ে কামারহাটি মিড-ডে মিল ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ইউনিয়ন সদস্যরা মিটিং-এ উপস্থিত হন। ইউনিয়নের রাজ্য সম্পাদিকা জয়শ্রী দাস সহ উপস্থিত ছিলেন শিখা গুহরায়, অর্চনা ঘটক, জয়ন্তী দাশগুপ্ত ও শিবশঙ্কর গুহরায়। উত্তর ২৪ পরগণা জেলা শাসক দপ্তরে ডেপুটেশন ও কেন্দ্রীয় সরকারের কাছে জেলা শাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর কাছে স্ট্রাইক নোটিশ পাঠনো হবে। এই কর্মসূচি সফল করার জন্য এলাকায় এলাকায় গ্রুপ মিটিং ও সভা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে পোস্টারিং ও লিফলেট বিলি শুরু হয়েছে।