কোডারমার ঝুমরি তালাইয়ার কমিউনিটি হলে গত ৩ ডিসেম্বর এ আই সি সি টি ইউ-র জেলা স্তরের একটি কনভেনশন অনুষ্ঠিত হয়। জেলায় সক্রিয় সমস্ত ইউনিয়নই ঐ কনভেনশনে অংশ নেয়। কনভেনশনে উপস্থিত ছিলেন এ আই সি সি টি ইউ-র রাজ্য সাধারণ সম্পাদক শুভেন্দু সেন, বানঝেডি পাওয়ার প্ল্যান্ট জেনারেল ওয়ার্কাস ইউনিয়নের নেতা বিজয় পাশোয়ান ও রাজেন্দ্র যাদব এবং অন্যান্যরা।
কনভেনশনে শুভেন্দু সেন তাঁর বক্তব্যে বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার শ্রম আইনে সংশোধনী এনে শ্রমিকদের অধিকার চূর্ণ করছে। শ্রমিকদের সুযোগ-সুবিধাকে খর্ব করা হচ্ছে আর কারখানা মালিকদের অনুকূলে আইন তৈরি করা হচ্ছে। এই জমানার অধীনে শ্রমিকদের জীবন ও জীবিকা বিপন্ন হয়ে পড়েছে। আর তাই শ্রমিকদের বিশাল আকারে প্রতিরোধ গড়ে তুলতে হবে, ঠিক যে ধারায় প্রতিরোধ গড়ে তুলেছে কৃষকরা। এ আই সি সি টি ইউ সিদ্ধান্ত নিয়েছে, ২০১৯-এর ৮-৯ জানুয়ারি শ্রমিকরা যে ধর্মঘট করবে, কোডারমা জেলায় সেই ধর্মঘটকে সর্বাত্মক সফল করে তোলা হবে। আগামী লোকসভা নির্বাচনে শ্রমিকশ্রেণী কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারকে সমুচিত শিক্ষা দেবে।