খবরা-খবর
নর্থ শ্যামনগর জুট মিল শ্রমিক কিশোর পাসোয়ান

কিশোর পাসোয়ান, ২৪ বছর বয়সী এক তরতাজা শ্রমিক। নর্থ শ্যামনগর জুট মিলের তাঁতঘরের এই শ্রমিক গত ১০ সেপ্টেম্বর নাইট শিফটে কাজ করার সময় দুর্ঘটনার কবলে পরে কনুই-এর তলা থেকে একটি হাত চিরকালের জন্য হারান। রাত পৌনে এগারোটায় দুর্ঘটনা ঘটার সময় থেকে ভোর পাঁচটা অবধি সে প্রত্যক্ষ করল কারখানা কর্তৃপক্ষের উদাসীনতা, এ্যাম্বুলেন্স জোগাড় করা থেকে হাসপাতাল নিয়ে যাওয়া সবকিছুই করে শ্রমিকেরা, সে দেখলো সরকারি হাসপাতালের অপদার্থতা, তিনটি ইএসআই (গৌরহাটি, কামারহাটি, মানিকতলা) এবং দুটি রাজ্য সরকারের (পিজি এবং এনআরএস ) হাসপাতাল তাঁকে ফিরিয়ে দেয়।

সকাল হলে আহত শ্রমিকের বাড়ি পৌঁছে যান এআইসিসিটিইউ জেলা নেতৃবৃন্দ ও নর্থ শ্যামনগর ও পাশের এ্যাঙ্গাস জুট মিলের বিসিএমএফ-এর সংগঠকরা। পরিবারের মা এবং ভাইদের সাথে তাঁরা কথা বলেন, কথা বলেন অন্যান্য শ্রমিকদের সাথেও, বিকেলে তাঁরা কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক সাথীকে দেখেও আসেন। এই ঘটনার পর শ্রমিকরা কর্ম বিরতি পালন করছেন। ১২ তারিখ সকালে এআইসিসিটিইউ-র পক্ষ থেকে মিল গেটে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই বিক্ষোভ সভায় জেলা সভাপতি প্রবীর হালদার মিল কর্তৃপক্ষের উদাসীনতাকে ধিক্কার জানিয়ে, কিশোর পাসোয়ানের চিকিৎসার সমস্ত খরচ প্রদান সহ দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি তোলেন।

খণ্ড-25
সংখ্যা-29