খবরা-খবর
উত্তর ২৪ পরগণায় বিপিএমও-র কর্মসূচীতে অংশ গ্রহণ
উত্তর ২৪ পরগণা আমাদের গণসংগঠনগুলো বিপিএমও শেষ পর্যায় মিছিল, পদযাত্রা যেখানে যেখানে অংশ নিয়েছে।

২৭.০৯.২০১৮ --- অশোক নগর, বক্তব্য রাখেন এআইসিসিটিইউ থেকে জয়শ্রী দাস।

২৭.০৯.২০১৮ --- কামারহাটি, বক্তব্য রাখেন এআইসিসিটিইউ থেকে মাজাহার খান, নবেন্দু দাশগুপ্ত।

২৮.০৯.২০১৮ --- কামারহাটি শ্রমিক অধ্যুষিত অঞ্চলে মিছিল।

২৮.০৯.২০১৮ --- নৈহাটি, মাঝিপাড়া থেকে পদযাত্রা শুরু হয় এবং ভাটপাড়ায় মোড়ে শেষ হয়। পশ্চিমবঙ্গ গণসাংস্কৃতিক পরিষদ ও এআইসিসিটিইউ-র সুসজ্জিত ট্যাবলো পদযাত্রীদের দৃষ্ট আকর্শন করে। অগ্নিবীণা সাংস্কৃতিক সংস্থার গণসংগীত পদযাত্রীদের উৎসাহিত করে এবং বক্তব্য রাখেন এআইসিসিটিইউ-র পক্ষে শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়।

২৮.০৯.২০১৮ --- বনগাঁ মিছিল, বাগদা, নকফুলে এআইকেএম অংশ নেয়।

২৯.০৯.২০১৮ --- গাইঘাটা বাজার মিছিল।

২৯.০৯.২০১৮ --- বসিরহাট বেড়াচাঁপায় বক্তাব্য রাখেন এআইকেএম থেকে কৃষ্ণপদ প্রামানিক। দেবব্রত বিশ্বাস সহ এআইসিসিটিইউ -র ভাল সংখ্যক কর্মী ১২ কিলোমিটার পদযাত্রায় অংশ নেয়।

২৯.০৯.২০১৮ --- হাবরা, এআইএআরএলএ থেকে বক্তব্য রাখেন অজয় বসাক।

২৯.০৯.২০১৮ --- ব্যারাকপুর, সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন অর্চনা ঘটক।

৩০.০৯.২০১৮ --- অশোক নগর মিছিল।

৩০.০৯.২০১৮ --- রথতলা, বেলঘরিয়া এআইএসএ থেকে বক্তব্য রাখেন সাগ্নিক চক্রবর্তী।

৩০.০৯.২০১৮ --- রাজারহাট, কেস্টপুর-নারায়ণপুর এআইসিসিটিইউ থেকে বক্তব্য রাখেন সুজিত ঘোষ এবং গণসঙ্গীত পরিবেশন করেন বাবুনি মজুমদার (পশ্চিমবঙ্গ গণসাংস্কৃতিক পরিষদ),

০১.১০.২০১৮ --- অতনু চক্রবর্তী, বারাসাত, জনসভা।

০২.১০.২০১৮ --- মধ্যমগ্রাম থেক পদযাত্রা শুরু হয় এবং ১২ কিলোমিটার পথ অতিক্রম করে ডানলপ, বরানগরে শেষ হয়। মধ্যমগ্রাম থেকে মৈত্রী বিশ্বাস, কাঞ্চন সরকার, অরুণ দাস বরানগর পর্যন্ত হাটেন। সুজিত ঘোষ বিরাটি থেকে পদযাত্রায় অংশ নেন।

বেলঘরিয়ায় থেকে এআইসিসিটিইউ, সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি, এআইএসএ ও আরওয়াইএ সংগঠিতভাবে অংশ গ্রহণ করে। বক্তব্য রাখেন বাসুদেব বসু।

উত্তর ২৪ পরগণা পদযাত্রা এখানেই শেষ হল।

খণ্ড-25
সংখ্যা-31