খবরা-খবর
উত্তর দিনাজপুর জেলা সম্মেলন

২৬ সেম্টেম্বর বিজেপির ডাকা বাংলা বনধের আহ্বানকে চ্যালেঞ্জ জানিয়ে অনুষ্ঠিত হল পার্টির উত্তর দিনাজপুর জেলা সম্মেলন। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য নেতা কমরেড জয়তু দেশমুখ ও জেলার দায়িত্ব প্রাপ্ত কমরেড বাসুদেব বোস। সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদনের ওপরে ১৫-জন বক্তা তাঁদের বক্তব্য পেশ করেন। পরে সর্বসম্মত ভাবে প্রতিবেদন ঐ সভায় গৃহীত হয়। অসুস্থতার কারণে জগদীশ রাজভরের পরিবর্তে কমরেড ব্রজেন সরকারকে সম্পাদক করে ১১-জনের নতুন জেলা কমিটি গঠিত হয়েছে। পতাকা উত্তোলন করেন কমরেড জয়তু দেশমুখ, শহীদ বেদীতে মাল্যদান করেন বাসুদেব বোস সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে স্থির হয়েছে, শীঘ্রই জেলার এক প্রতিনিধি দল ইসলামপুরের দাড়িভিট যাবে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করবে।

খণ্ড-25
সংখ্যা-31