খবরা-খবর
শহীদ দিবস পালন
celebrating-martyrs-day

“২৩ মার্চ বিপ্লবী ভগৎ সিং’এর শহীদ দিবসে শপথ নিন, ফ্যাসিস্ট বুলডোজার রাজনীতি রুখে দিন” বার্তা সামনে রেখে হাওড়া জেলার বালিতে বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু এবং শুকদেব সহ স্বাধীনতা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচি পালন করা হয় পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের অন্তর্ভুক্ত সংযোগ এবং ইঙ্গিত সাংস্কৃতিক সংস্থার যৌথ উদ্যোগে। শুরুতেই শহীদ ভগৎ সিং’এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। গণসঙ্গীত পরিবেশন করেন ইঙ্গিত সাংস্কৃতিক এবং সংযোগ সাংস্কৃতিক সংস্থার শিল্পী বন্ধুরা। দু’টি সংস্থার সঙ্গীত পরিবেশন মানুষের নজর কাড়ে। কবিতা পাঠ করেন এবং বক্তব্য রাখেন আমাদের সকলের প্রিয় ফুলদি, ফ্যাসিস্ট আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের পক্ষে মাধব মুখার্জী, ইঙ্গিত সাংস্কৃতিক সংস্থার পক্ষে দীপক চক্রবর্তী, সংযোগ সাংস্কৃতিক সংস্থার পক্ষে পার্থ সারথি মিত্র, বালি এলাকার প্রবীণ সাংস্কৃতিক কর্মী বাবলু গুহ। ফ্যাসিস্ট বিরোধী মানুষকে ঐক্যবদ্ধভাবে সাংস্কৃতিক আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে শ্রমিক, কৃষক ছাত্র-যুব-মহিলা সমাজের সর্বস্তরের মানুষের পাশে থাকার অঙ্গীকার করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

খণ্ড-31
সংখ্যা-12