খবরা-খবর
বালির দুর্গাপুরে প্রতিবাদসভা
protest-in-durgapur

কেন্দ্রীয় সরকারের সিএএ লাগু করার বিরুদ্ধে এবং দিল্লীতে নামাজীদের প্রতি পুলিশী বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ১২ মার্চ সন্ধ্যায় হাওড়া জেলার বালি গ্রামাঞ্চলের দুর্গাপুর এলাকায় এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কমরেড দীপক চক্রবর্তী, সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির পক্ষে কমরেড কল্যাণী গোস্বামী আন্তর্জাতিক নারী দিবসের ঐতিহাসিক ঐতিহ্য তুলে ধরেন এবং কেন্দ্রের ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। সিপিআইএমএল লিবারেশনের প্রবীন নেতা কমরেড বাবলু গুহ তাঁর বক্তব্যে জনগণের সঙ্গে মোদী সরকারের বিশ্বাসঘাতকতার কথা উল্লেখ করেন জনগণকে মোদী সরকারের জনবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ জোরালো করার এবং মোদী হটাও দেশ বাঁচাও আওয়াজ তোলেন। সভা শেষে নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানো হয়। মোদী সরকারের প্রতি ধিক্কার জানিয়ে দৃপ্ত স্লোগানের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এ’দিন উত্তর চব্বিশ পরগণার অশোকনগর, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া হুগলি সহ বিভিন্ন জেলার নানা স্থানে সিএএ-এনআরসির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন হয়।

খণ্ড-31
সংখ্যা-9