খবরা-খবর
ক্রমশ কমছে এফডিআই বিনিয়োগ
fdi-investment-is-gradually-decreasing

বিশ্বব্যাঙ্কের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, বিশ্ব পুঁজিকে নিজের দেশে টেনে আনার বদলে এফডিআই বিনিয়োগ ক্রমাগত পতনের মুখে। ২০১৫ সালে এফডিআই বিনিয়োগের হার ছিল জিডিপি’র ২.১ শতাংশ। তা ২০২২’এ আরও নিচে ১.৫ শতাংশে নেমেছে। এই হার নতুন কাজ তৈরি করতে পারছে না। ভারতকে সামনে দিকে এগোতে হলে এই পরিসংখ্যানগুলি চেপে রাখার বদলে বরং নজরে রাখা উচিত।
- অর্থনীতিবিদ কৌশিক বসু’র এক্স হ্যান্ডেল থেকে

খণ্ড-31
সংখ্যা-11