নতুন সংসদ ভবনে প্রবেশের আগে সমস্ত সাংসদদের হাতে যে সংবিধান গ্রন্থটি তুলে দেয় মোদি সরকার সেখানে “ধর্মনিরপেক্ষ” ও “সমাজতান্ত্রিক” শব্দ দুটিকে মুছে দেওয়া হয়েছে। সংবিধানে ভারতকে বর্ণনা করা হয়েছে “সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক সাধারণতন্ত্র” হিসেবে। কিন্তু বিজেপি সরকার ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটি বাদ দিয়ে সংবিধান গ্রন্থটি ছেপে সংবিধান বিকৃত করল। বলাই বাহুল্য বিজেপি সমাজতন্ত্র তো বটেই ধর্মনিরপেক্ষতাও চায় না। সংবিধানের সমস্ত মৌলিক দিকের ওপরই হামলা চালাচ্ছে তারা। সংবিধান বর্ণিত সামাজিক ন্যায়ের ধারণাকেও ইতিমধ্যেই খর্ব করতে শুরু করেছে তারা। যেভাবে বিকৃত সংবিধান ছেপে বিতরণ করল তা সাংবিধানিক গণতন্ত্রের ওপর আরেক নির্লজ্জ হামলা।