খবরা-খবর
পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের কাউন্সিল মিটিং
culture-council

গত ২৫ জুন পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের রাজ্য কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হয় আগাড়পাড়া জেলা অফিসে। মোট ৩৮ জন কাউন্সিল সদস্য সভায় উপস্থিত হয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত রাখেন। মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা, পশ্চিম বর্ধমান, নদীয়া থেকে প্রতিনিধিরা আসেন। কেন্দ্রীয় ও শাখা সংগঠনগুলির কাজের রিপোর্ট ও আগামী কর্মসূচি সম্পর্কে কিছু ভাবনা নিয়ে একটি প্রতিবেদন রচিত হয়। সভাপতিমণ্ডলীর পক্ষ থেকে জানানো হয় যে এই সভার কাজের মধ্যে দিয়েই কয়েক মাস পরে রাজ্য সম্মেলনের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। কয়েকটি বিষয়ে আলোচনা সুনির্দিষ্ট করার আবেদন রাখা হয়। যেমন, সংগঠনগুলোকে গুছিয়ে নেওয়ার সাথে সাথে নতুন সদস্যদের সামিল করা, নতুন শাখা গঠনের সম্ভাবনা, ঘরের সাথে পথে নেমে কাজ করা, গ্রামে যাওয়া, দু’টি পত্রিকা বিষয়ে আলোচনা ইত্যাদি। কার্যকরী কমিটির সদস্য বাদে সকলকেই বলার পরিসর দেওয়া হয়। আর তারফলে অনেক ভালো ভালো প্রস্তাবে সভা সমৃদ্ধ হয়ে ওঠে। যেমন, ফ্যাসিবাদী সংস্কৃতি নিয়ে ওয়ার্কশপ, সমস্যার মুখে শাখা সংগঠনগুলিকে রাজ্যের তরফে দেখভাল করা, নতুন প্রজন্মের উপর বিশেষ নজর দেওয়া, গান ইত্যাদি প্রয়োগ সংস্কৃতির মানোন্নয়ন, যৌথ কাজ, আম্বেদকার নিয়ে ক্রোড়পত্র, বুকলেট করা, অঞ্চল ধরে কাজ করা ইত্যাদি। এভাবে ২০ জন মতামত দেন। দ্বিপ্রহারিক আহারের পর দ্বিতীয় পর্বের আলোচনায় নির্দিষ্ট হয় — আগামী পঞ্চায়েত নির্বচনে পরিষদ বামগণতান্তিক শক্তির পক্ষে প্রচারে নামবে, গণসংস্কৃতি পত্রিকার সম্পাদক হলেন অনুপ মজুমদার। এর সাথে তিনি ও শোভনা নাথ এলাকায় গণসংস্কৃতি পৌঁছে দেওয়া ও মূল্য তুলে আনার দায়িত্বে থাকবেন। নাটকের সেন্ট্রাল টিম এখনই না করতে পারলেও যারা উৎসাহিত তারা দু’তিন জন মিলে ছোটো নাটক করতে পারেন। ‘সংযোগ কলকাতা’ একটি নাটক তৈরির ব্যাপারে উদ্যোগ নিচ্ছে। আম্বেদকার নিয়ে বুকলেট হবে — দায়িত্বে অসিত রায়, শায়ন বিশ্বাস ও বর্ণালী রায়। অনেক সামাজিক রাজনৈতিক ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু পরিষদ তার মতামত স্পষ্ট জানাচ্ছে না। সেটা এবার করতে হবে। রাজ্য সম্পাদক এটা দেখবেন। প্রতিমাসে ঘরে একটি ও রাস্তায় একটি অনুষ্ঠানের আয়োজন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। একটি সেন্ট্রাল ফাণ্ড তৈরি করতে শাখা ও ব্যক্তিরা প্রতি মাসে সামান্য হলেও কিছু টাকা দিতে দায়বদ্ধ থাকবেন। অশোকনগর, ঠাকুরনগর, অগ্নিবীণা, থিয়েটার লিবার্টি — এদের সাথে রাজ্য প্রতিনিধিরা বসবেন। সব শেষে আত্মসমীক্ষার কথা হয়। সংকীর্ণতা কাটিয়ে, ব্যক্তির ঊর্ধ্বে উঠে, বৃহত্তর স্বার্থে কাজে সক্রিয় হয়ে উঠতে হবে।

খণ্ড-30
সংখ্যা-21