১৩ মে ২০২৩ মধ্যরাতে পুর্ব বর্ধমান জেলার গলসি ২নং ব্লকেরপার্টি সদস্য কমরেড হারাধন বাগ্দী হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫০ বছর। তিনি রেখে গেলেন ২ পুত্র, ২ কন্যা ও স্ত্রী। মৃত্যু সংবাদ শুনে পার্টির রাজ্যকমিটি সদস্য মোজাম্মেল হক অন্যান্য কমরেডদের সাথে নিয়ে তাঁর বাড়ীতে যান এবং মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। কমরেড ৭০’র দশকের শেষের দিক থেকে বামপন্থী তথা কমিউনিষ্ট আন্দোলনের সাথে যুক্ত। তিনি সবসময় কৃষক আন্দোলনে সক্রিয় ছিলেন। ২০২১ সালে কমিউনিষ্ট বিপ্লবীদের একটা অংশের কমরেডদের সঙ্গে নিয়ে সিপিআই(এমএল) লিবারেশনের সাথে যুক্ত হন এবং সরাসরি সদস্যপদ পান। তারপর থেকে তিনি পার্টির সমস্ত কর্মসুচীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। পার্টির রাজ্য সম্মেলন ও জেলা সম্মেলনে প্রতিনিধি ছিলেন। এলাকায় সংগঠনের গুরুত্বপুর্ণ ভুমিকা নিতেন। তাঁর মৃত্যুতে পার্টির বড় ক্ষতি হল। এলাকার কমরেডরা শোকাহত। পার্টির পুর্ব বর্ধমান জেলা কমিটি কমরেডের মৃত্যুতে শোকজ্ঞাপন করছে এবং এলাকার কমরেড ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
কমরেড হারাধন বাগ্দী লাল সেলাম।