হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর আদানির বিভিন্ন সংস্থায় শেয়ার মূল্য হুহু করে নিচের দিকে নামলেও রাষ্ট্রায়ত্ব সংস্থা এলআইসি-র কিন্তু তাতে কোনো হেলদোল নেই। এই মার্চ ত্রৈমাসিকে এলআইসি আদানি-র সংস্থায় ৩৫৭,৫০০ শেয়ার কিনেছে! মজার ব্যাপার এটাই যে নিফটি পর্যন্ত আদানি কোম্পানিগুলোর শেয়ার মূল্য এই ত্রৈমাসিকে কমিয়েছে প্রায় অর্ধেক। আর, ওই পরিমাণ শেয়ার কেনার পর এলআইসি-র শেয়ার যা ডিসেম্বরে ছিল ৪.২৩ শতাংশ, তা মার্চের শেষে বেড়ে দাঁড়াল ৪.২৬ শতাংশে।
মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা, যারা এই শেয়ার বাজারের উপর সবসময়ে তীক্ষ্ণ নজর রেখে চলে, তারা কিন্তু আদানির সংস্থাগুলোতে বিনিয়োগ বাড়ায়নি। বরং আদানির সংস্থায় মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীর সংখ্যা ৩১ থেকে কমে ২৭-এ নেমে দাঁড়িয়েছে।
প্রশ্ন উঠেছে, তাহলে কোন বাধ্যতায়, কার নির্দেশে এলআইসি এই বিনিয়োগ করল? সংশ্লিষ্ট মহল এব্যাপারে মুখে কুলুপ এঁটেছে।
( সূত্র : ইকনমিক টাইমস্ –১১ এপ্রিল, ২০২৩)