ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের ৭২ বছরে, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের অন্যতম সংগঠন হালিসহর সাংস্কৃতিক সংস্থা প্রতি বছরের মতো এবারেও ২১শে ফেব্রুয়ারি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত করে। এদিন সন্ধ্যায় অনুষ্ঠানটি হয় সংস্থার সভাঘরে। শুরুতে শহীদ বেদীতে ফুলমালা শ্রদ্ধা নিবেদনের পর শ্রী সুবিকাশ মিস্ত্রী সংকলিত ‘বাংলা প্রবাদ প্রবচনের সমাহৃতি’ নামক পুস্তকটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সংকলক তাঁর এই কাজটি সম্পর্কে আলোচনা করেন এবং তীর্থঙ্কর চন্দ, সন্দীপ রায়, প্রিয় গোপাল বিশ্বাস ও সাগর চ্যাটার্জী পুস্তিকাটি সকলের সামনে তুলে ধরেন। এরপর তীর্থঙ্কর চন্দ মহাশয় ‘ভাষার রাজনীতি ও রাজনীতির ভাষা’ শীর্ষক এক বক্তৃতায় সহজ সরল ভাষায় বিষয়ের ওপর গভীর আলোকপাত করেন। সন্দীপ রায় তাঁর নিজের লেখা গল্প পড়ে শোনান। তুষার ও শাম্ব বাংলা ভাষাকে স্মরণ করে এক অনবদ্য আবৃত্তি পরিবেশন করেন। অসিত আচার্য বাংলা ভাষাকে হৃদয়ে লালন করে ছোট্ট পরিসরে এক অসাধারণ দৃশ্যায়ণ পরিবেশন করেন। স্বাগতা ও তাঁর দলের আবৃত্তি উপস্থাপনা সকলকে মোহিত করে। রীতা কুন্ডুর আবৃত্তি এক অন্য মাত্রা এনে দেয়। সংস্থার পক্ষ থেকে সংগীত পরিবেশন করা হয়। হালিসহর বিজ্ঞান পরিষদ রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে। সংস্থার ঘরকে উপযুক্ত অলঙ্কৃত করেছিলেন বিশ্বজিৎ পান, অর্নব চক্রবর্তী ও আকাশ চট্টোপাধ্যায়।
এই সুন্দর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্ণব চক্রবর্তী, স্বগতা মল্লিক ও রণজয়।
- সাগর চট্টোপাধ্যায়