শোক সংবাদ
কমরেড কদর খান

১১ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে প্রয়াত হলেন নদীয়ার নপাড়া- শালিগ্রামের সংগ্রামী এলাকার পার্টি কর্মী কমরেড কদর খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ছিলেন শালিগ্রামের বাসিন্দা — কদর ডাক্তার বলে অত্যন্ত সুপরিচিত। বেশ কিছুদিন যাবত হৃদরোগে অসুস্থ হওয়ার আগে পর্যন্ত দীর্ঘদিন তিনি কোয়াক ডাক্তারি করতেন। ১৯৯২ সালে তিনি আমাদের পার্টিতে যোগ দিয়ে পার্টি সদস্যপদ গ্রহণ করেন। ১৯৯৩ সালে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। ভিন্ন মতাবলম্বীদের মধ্যে বসবাস করে তিনি ছিলেন আমাদের আন্দোলনের পক্ষে থাকা মানুষ। ঐ এলাকায় গ্রামীণ সমাজের একজন বিশিষ্ট নাগরিক, যিনি পার্টির সপক্ষে জনমত তৈরি করতে ইতিবাচক ভূমিকা নিতেন, এলাকার সমস্ত পার্টি কর্মসূচীতে অংশগ্রহণ করতেন। প্রয়াণের পর তাঁর শেষ যাত্রায় এলাকার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক সুবিমল সেনগুপ্ত, রাজ্য নেতা জয়তু দেশমুখ, এলাকার পার্টি কর্মী ফরজ সেখ, আলম মিস্ত্রি, ধীরেন বিশ্বাস প্রমুখ।

খণ্ড-26
সংখ্যা-36