কমরেড শচিন মোহন রায়

২৪ অক্টোবর ভোরে প্রয়াত হলেন দীর্ঘদিনের পার্টি সদস্য ময়নাগুড়ির বার্ণিশ অঞ্চলের পুঁটিমারির কমরেড শচিন মোহন রায়। মৃত্যুকালে তাঁর বয়স ৮০ বৎসর। তিনি সত্তর এর দশক থেকে পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। বিগত দুই বৎসর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হন এবং দীর্ঘকাল বাড়িতে শয্যাশায়ী হয়ে ছিলেন। তাঁর পরিবারে তিন ছেলে, তিন মেয়ে, ছেলেদের বৌ, নাতি নাতনি আছে। সত্তরের দশকে গোপন অবস্থায় গুরুত্বপূর্ণ কমরেডদের সেল্টার দিয়েছিলেন। যখন খোলা সংগঠন শুরু হয় বার্ণিশ-ধর্মপুর এলাকায় বর্গাচাষিদের উচ্ছেদ ও ভাগচাষিদের সাথে জমির আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত থেকেছে। সবচেয়ে কঠিন সময়ে পার্টির পক্ষ থেকেছেন। ১৯৮৫ সালে পাটচাষি আন্দোলনে তাঁর অংশ গ্রহণ ও ভূমিকা ছিল। পার্টির প্রতি আস্থা অটল ছিল মৃত্যকালীন তিনি পার্টি সদস্য ছিলেন। পার্টির কর্মসূচিগুলিতে সুস্থ অবস্থায় তাঁর সক্রিয় অংশ গ্রহণ বা ভূমিকা ছিল। ময়নাগুড়ি ১ নং লোকাল কমিটির পক্ষ থেকে তাঁর বাড়িতে জমায়েত হয়ে লাল পতাকা দিয়ে সাজিয়ে উপযুক্ত সম্মান ও শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারের সকল সদস্য ও গ্রামবাসিরা সবাই ফুল ও মালা দিয়ে প্রয়াত কমরেড শচিন মোহন রায়কে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন পার্টির জেলা কমিটি সদস্য শ্যামল ভৌমিক, দেবনাথ রায়, অন্নদেব রায় সহ তাঁর অনেক কমরেড। মিছিল করে শ্মশানযাত্রী হয়ে কমরেডকে শেষ বিদায় জানানো হয়।

খণ্ড-26
সংখ্যা-34