ছাত্র আন্দোলনের জনপ্রিয় নেতা থেকে অবিসংবাদী শ্রমিক নেতা প্রয়াত কমরেড গুরুদাস দাশগুপ্ত লাল সেলাম। তিনি এমন এক দিনে প্রয়াত হলেন যেদিন ভারতের শ্রমিক শ্রেণীর প্রথম ট্রেড ইউনিয়ন এআইটিইউসি-র ঐতিহাসিক ১০০ বছর প্রতিষ্ঠা দিবস। ২০০১ সাল থেকে টানা ১৭ বছর তিনি এআইটিইউসি-র সাধারণ সম্পাদক ছিলেন। স্বাস্থ্যের কারণে এআইটিইউসি-র শীর্ষপদ থেকে তিনি সরে দাঁড়িয়ে ছিলেন। ১৯৮৫ সাল থেকে রাজ্যসভা ও লোকসভায় মোট পাঁচবার তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন। এখানেও স্বাস্থ্যের কারণে সংসদীয় জীবন থেকে স্বেচ্ছাবসর নিয়েছেন। কমরেড গুরুদাশগুপ্ত-র প্রয়াণে শ্রমিক আন্দোলন ও ফ্যাসিবাদী বিরোধী লড়াইয়ে অপুরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা হারালাম এক নিকট বন্ধু ও লড়াকু শ্রমিক নেতাকে। কমরেড গুরুদাস দাশগুপ্ত লাল সেলাম।
- এআইসিসিটিইউ