প্রয়াত কমরেড গুরুদাস দাশগুপ্ত

gurudas

ছাত্র আন্দোলনের জনপ্রিয় নেতা থেকে অবিসংবাদী শ্রমিক নেতা প্রয়াত কমরেড গুরুদাস দাশগুপ্ত লাল সেলাম। তিনি এমন এক দিনে প্রয়াত হলেন যেদিন ভারতের শ্রমিক শ্রেণীর প্রথম ট্রেড ইউনিয়ন এআইটিইউসি-র ঐতিহাসিক ১০০ বছর প্রতিষ্ঠা দিবস। ২০০১ সাল থেকে টানা ১৭ বছর তিনি এআইটিইউসি-র সাধারণ সম্পাদক ছিলেন। স্বাস্থ্যের কারণে এআইটিইউসি-র শীর্ষপদ থেকে তিনি সরে দাঁড়িয়ে ছিলেন। ১৯৮৫ সাল থেকে রাজ্যসভা ও লোকসভায় মোট পাঁচবার তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন। এখানেও স্বাস্থ্যের কারণে সংসদীয় জীবন থেকে স্বেচ্ছাবসর নিয়েছেন। কমরেড গুরুদাশগুপ্ত-র প্রয়াণে শ্রমিক আন্দোলন ও ফ্যাসিবাদী বিরোধী লড়াইয়ে অপুরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা হারালাম এক নিকট বন্ধু ও লড়াকু শ্রমিক নেতাকে। কমরেড গুরুদাস দাশগুপ্ত লাল সেলাম।

- এআইসিসিটিইউ

খণ্ড-26
সংখ্যা-34