খবরা-খবর
আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের পুর্ব বর্ধমান জেলা কর্মী সম্মেলন

২০ সেপ্টেম্বর অকালপৌষ গ্রাম পঞ্চায়েতের আগরাদহ গ্রামে আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই মিটিংয়ে জেলার পুর্বস্থলী ১নং ব্লকের ৪টি গ্রামের, কালনা ২নং ব্লকের ৫টি গ্রামের ও জামনা এলাকার আদিবাসী মহিলা-পুরুষ মিলে ২০০ জন জমায়েত হন। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন আয়ারলার রাজ্য সম্পাদক সজল অধিকারী, রাজ্য সভাপতি সজল পাল ও জেলা কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা। উপস্থিত ছিলেন আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের নেতৃবৃন্দ। প্রথমে একটি আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বৈঠকে বক্তব্য রাখেন রুপচাঁদ সরেন, সরস্বতী সরেন ও বাদল সরেন। উপস্থিত ছিলেন আরতি হাঁসদা ও বাবুরাম সরেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সিদ্ধান্ত নেওয়া হয় বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে সংগঠনের বিস্তার ও আন্দোলন শক্তিশালী করার প্রশ্নে জোর দেওয়া হবে। মহিলা পুরুষ মিলে ১৭ জনের জেলা কমিটি নির্বাচিত হয়। বাদল সরেন ও রুপচাঁদ সরেনকে যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। সজল অধিকারী আদিবাসী জনগণের ভাষা সংস্কৃতি শিক্ষা ও জীবন জীবিকার লড়াইকে শক্তিশালী করতে সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি ও আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের উদ্দেশ্য ও দাবিগুলো তুলে ধরেন ।

খণ্ড-26
সংখ্যা-30